ক্রীড়া প্রতিবেদক
সংযুক্ত আরব আমিরাতে চলমান এশিয়া কাপ টি-২০ ক্রিকেটের ফাইনালে জায়গা করে নিয়েছে ভারত। প্রথম ম্যাচে পাকিস্তানকে হারানোর পর দ্বিতীয় ম্যাচে গত পরশু বাংলাদেশকে হারিয়েছে সূর্যকুমার যাদবের দল। অন্য দিকে বাংলাদেশের কাছে হারের পর পাকিস্তানের বিপক্ষেও পরাজয়ে সুপার ফোর থেকে বিদায় নিয়েছে শ্রীলঙ্কা। সুপার ফোরে আজ শেষ ম্যাচটি তাই নিয়ম রক্ষার। এই ম্যাচে মুখোমুখি হবে এই আসরের রেকর্ড চ্যাম্পিয়ন ভারত ও দ্বিতীয় সর্বোচ্চ শিরোপা জয় করা শ্রীলঙ্কা। আর ফাইনালে ভারতের সঙ্গী হয়েছে গত রাতেই বাংলাদেশ অথবা পাকিস্তান।
প্রথম ম্যাচ হারলেও সুপার ফোরে শেষ ম্যাচ জয়ে এশিয়া কাপ শেষ করতে চায় লঙ্কানরা। আর জয়ের ধারা অব্যাহত রেখে টুর্নামেন্টে অপরাজিত থাকাই প্রধান লক্ষ্য ভারতের। দুবাইয়ে বাংলাদেশ সময় রাত সাড়ে ৮টায় শুরু হবে ম্যাচটি।
এখন পর্যন্ত টি-২০ ফরম্যাটে দুই দলের মুখোমুখি লড়াইয়ে এগিয়ে ভারত। ৩২বার একে অপরের মোকাবেলায় ২১ ম্যাচে জয় পেয়েছে ভারত আর ৯টিতে জিতেছে শ্রীলঙ্কা। বাকি দুই ম্যাচে একটি পরিত্যক্ত ও টাই হওয়া ম্যাচে সুপার ওভারে জয় পায় ভারত। আজ জয়ের পরিসংখ্যানে এগিয়ে যাওয়ার লক্ষ্য ভারত ও শ্রীলঙ্কার।