পোর্ট সিটি ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির বিজয় দিবস উদযাপন

Printed Edition

মহান বিজয় দিবসে বীর মুক্তিযোদ্ধা ও শহীদদের বিনম্র শ্রদ্ধা আর ভালোবাসায় স্মরণ করেছে পোর্ট সিটি ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি। গতকাল বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে সকাল সাড়ে ৭টায় জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে ৫৪তম বিজয় দিবস উদযাপনের সূচনা করা হয়েছে। পরে বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণ থেকে ট্রেজারার (ভারপ্রাপ্ত ভিসি) প্রফেসর ড. মোহাম্মদ আলী চৌধুরীর নেতৃত্বে শিক্ষক ও কর্মকর্তা-কর্মচারীরা চট্টগ্রাম মুক্তিযুদ্ধ স্মৃতিসৌধ জাদুঘরের স্মৃতিসৌধে ফুল দিয়ে মহান মুক্তিযোদ্ধাদের প্রতি বিনম্র শ্রদ্ধা জানান। এ সময় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের ডিনবৃন্দ, রেজিস্ট্রার, পরীক্ষা নিয়ন্ত্রক, পরিচালক (আইকিউএসি), প্রক্টর, বিভিন্ন বিভাগের সভাপতিসহ শিক্ষক, কর্মকর্তা-কর্মচারীবৃন্দ। বিজ্ঞপ্তি।