উড্ডয়ন নিষেধাজ্ঞায় পাম ¯িপ্র্রংস উৎসবে নেই ডিক্যাপ্রিও

Printed Edition
উড্ডয়ন নিষেধাজ্ঞায় পাম ¯িপ্র্রংস উৎসবে নেই ডিক্যাপ্রিও
উড্ডয়ন নিষেধাজ্ঞায় পাম ¯িপ্র্রংস উৎসবে নেই ডিক্যাপ্রিও

সাকিবুল হাসান

আকাশপথ ব্যবহারে নিষেধাজ্ঞার কারণে পাম ¯িপ্রংস ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল অ্যাওয়ার্ডস গালাতে যোগ দিতে পারছেন না হলিউড সুপারস্টার লিওনার্দো ডিক্যাপ্রিও। ভেনিজুয়েলায় চলমান রাজনৈতিক অস্থিরতা ও সঙ্ঘাতের ফলে সৃষ্ট জটিল পরিস্থিতিতে শনিবার রাতের এই জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানে তার সশরীরে উপস্থিতি বাতিল করা হয়েছে।

পল থমাস অ্যান্ডারসন পরিচালিত ‘ওয়ান ব্যাটেল আফটার অ্যানাদার’ ছবিতে দুর্দান্ত পারফরম্যান্সের জন্য এবারের উৎসবে ডিক্যাপ্রিওকে ‘ডেজার্ট পাম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড’-এ ভূষিত করার সিদ্ধান্ত নেয়া হয়েছে। সশরীরে থাকতে না পারলেও তার ডিজিটাল উপস্থিতি নিশ্চিত করা হয়েছে। আয়োজক সূত্রে জানা গেছে, ডিক্যাপ্রিও ইতোমধ্যে একটি ভিডিও বার্তা পাঠিয়েছেন। ছবির সহ-শিল্পী তেইয়ানা টেইলর এবং চেইজ ইনফিনিটির বিশেষ শ্রদ্ধার্ঘ্যরে পর তার সেই রেকর্ড করা ভাষণটি বড় পর্দায় প্রচার করা হবে।

মূলত দক্ষিণ ক্যালিফোর্নিয়ার আকাশপথে সৃষ্ট এক অস্থির পরিস্থিতির কারণেই ডিক্যাপ্রিও আটকা পড়েছেন। ভেনিজুয়েলায় মার্কিন হস্তক্ষেপ এবং প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে আটকের ঘটনায় ওই অঞ্চলের নিরাপত্তা ও বিমান চলাচলে বড় ধরনের প্রভাব পড়েছে। পাম ¯িপ্রংস আন্তর্জাতিক বিমানবন্দর কর্তৃপক্ষ এক বিবৃতিতে জানায়, ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশনের (এফএএ) ট্রাফিক কন্ট্রোল সমস্যার কারণে কিছু সময়ের জন্য বিমান চলাচল বন্ধ রাখতে হয়েছিল, যা পরবর্তীতে ধীরে ধীরে স্বাভাবিক হতে শুরু করে।

এক নজরে অন্যান্য তারকা ও অর্জন

ডিক্যাপ্রিও একা নন, এই গালা অনুষ্ঠানে সম্মাননা পেতে যাচ্ছেন আরো একঝাঁক তারকা : টিমোথি শ্যালামে ও মাইলি সাইরাস; কেট হাডসন ও অ্যাডাম স্যান্ডলার; মাইকেল বি জর্ডান ও আমান্ডা সাইফ্রেড।

শনিবার সকালেই ডিক্যাপ্রিওর ছবি ‘ওয়ান ব্যাটেল আফটার অ্যানাদার’ বড় একটি সুখবর পেয়েছে। ন্যাশনাল সোসাইটি অব ফিল্ম ক্রিটিকস ছবিটিকে সেরা চলচ্চিত্র হিসেবে ঘোষণা করেছে। পাশাপাশি ছবিটির জন্য সেরা পরিচালক হয়েছেন পল থমাস অ্যান্ডারসন এবং সেরা পার্শ্ব চরিত্রে পুরস্কার জিতেছেন বেনিসিও ডেল তোরো ও তেইয়ানা টেইলর।

ডিক্যাপ্রিওকে সর্বশেষ নতুন বছরের শুরুতে সেন্ট বার্টসে দেখা গিয়েছিল। তবে রাজনৈতিক ও যান্ত্রিক জটিলতার কারণে বছরের অন্যতম গুরুত্বপূর্ণ এই চলচ্চিত্র উৎসবে তার অনুপস্থিতি ভক্তদের কিছুটা হতাশ করেছে।