ইরানের সাথে গাজাতেও যুদ্ধবিরতি কার্যকরের দাবি উঠছে ইসরাইলে

আলজাজিরা
Printed Edition

টানা ১২ দিনের সঙ্ঘাতের পর ইরান ও ইসরাইলের মধ্যে যুদ্ধবিরতি শুরু হয়েছে। দেশ দু’টির পক্ষ থেকে এই যুদ্ধবিরতির তথ্য নিশ্চিতও করা হয়েছে। আর এরপরই নতুন দাবি উঠেছে ইসরাইলে। মূলত ইসরাইল ও ইরানের যুদ্ধবিরতি ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা ভূখণ্ডেও কার্যকর করার দাবি জানিয়েছে গাজায় আটক থাকা ইসরাইলি বন্দীদের পরিবারগুলো। দেড় বছরেরও বেশি সময় ধরে গাজায় আগ্রাসন চালাচ্ছে ইসরাইল।

গাজায় আটক ইসরাইলি বন্দীদের স্বজনদের একটি সংগঠন মঙ্গলবার এক বিবৃতিতে ইসরাইল ও ইরানের মধ্যে হওয়া যুদ্ধবিরতি গাজাতেও সম্প্রসারিত করার আহ্বান জানিয়েছে। হোস্টেজেস অ্যান্ড মিসিং ফ্যামিলিজ ফোরাম নামের সংগঠনটি বলেছে, “যারা ইরানের সাথে যুদ্ধবিরতি করতে পারে, তারা চাইলে গাজার যুদ্ধও বন্ধ করতে পারে।” তারা বলেছে, যুদ্ধবিরতির আওতায় “গাজাকেও অন্তর্ভুক্ত করতে হবে।”

একইসাথে “বন্দীদের ঘরে ফেরাতে ও যুদ্ধ শেষ করতে জরুরি আলোচনায় বসার” জন্য নেতানিয়াহু সরকারের প্রতি আহ্বানও জানিয়েছে তারা। ফোরামটি আরও বলেছে, “গত ১২ দিন ধরে ইরান নিয়ে যে আতঙ্কে ইসরাইলিরা ঘুমাতে পারেনি, এখন আমরা আবার ঘুমাতে পারছি না আমাদের প্রিয় বন্দীদের জন্য।” ইসরাইলি সরকারের তথ্য অনুযায়ী, হামাসের হাতে এখনো ৫০ জন বন্দী রয়েছে, যাদের মধ্যে ২০ জন জীবিত থাকার সম্ভাবনা রয়েছে।

ফোরামটি সতর্ক করে বলেছে, “ইরানের বিরুদ্ধে এত বড় সফল অভিযানের পর যদি তা কাজে লাগিয়ে আমরা বন্দীদের মুক্ত করতে না পারি, তবে সেটা হবে ভয়াবহ ব্যর্থতা। এখনই কাজ করার এক গুরুত্বপূর্ণ সুযোগ।” ইসরাইলের বিরোধী দলীয় নেতা ইয়াইর লাপিদ সোস্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্সে (সাবেক টুইটার) এক পোস্টে এই আহ্বানের প্রতি সমর্থন জানিয়ে লিখেছেন : “এখন সময় গাজা ফ্রন্ট বন্ধ করার। বন্দীদের ঘরে ফেরানোর, যুদ্ধ বন্ধ করার। ইসরাইলকে এখন পুনর্নির্মাণ করার সময়।”