‘দুজন দুজনার’-এ পার্থ শেখ ও মারিয়া শান্ত

বিনোদন প্রতিবেদক
Printed Edition
‘দুজন দুজনার’-এ পার্থ শেখ ও মারিয়া শান্ত
‘দুজন দুজনার’-এ পার্থ শেখ ও মারিয়া শান্ত

তরুণ মেধাবী নির্মাতা মো: আনিুসর রহমান রাজীব এরই মধ্যে দেড় শতাধিক নাটক নির্মাণ করেছেন। তার বহু নাটক দর্শকপ্রিয়তা পেয়েছে। তবে এবারই প্রথম তিনি এই প্রজন্মের দর্শকপ্রিয় অভিনেতা পার্থ শেখ ও দর্শকপ্রিয় অভিনেত্রী মারিয়া শান্তকে নিয়ে একটি নাটক নির্মাণ করেছেন। নাটকের নাম ‘দুজন দুজনার’। এই নাটকের গল্প ভাবনা পরিচালক আনিসুর রহমান রাজীবের। তিনি জানালেন এই গল্পের লাইন আপ দাঁড় করিয়েছেন তারই সহকারী রাহাত রনি। এরই মধ্যে রাজধানীর উত্তরার একটি শুটিং হাউজে নাটকটির দৃশ্য ধারণের কাজ শেষ হয়েছে। এই নিয়ে চতুর্থবারের মতো নাটকে একসাথে অভিনয় করেছেন পার্থ ও শান্ত। নাটকের গল্প প্রসঙ্গে রাজীব বলেন, ‘পারিবারিকভাবে বিয়ে হয় দুটি ছেলে-মেয়ের। কিন্তু দুজনেরই আলাদা অতীত রয়েছে, যা নিয়ে সংসার জীবনে নানান ধরনের ঝামেলা লেগেই থাকে। কিন্তু একটা সময় এসে দু’জনেরই উপলব্ধি হয় যে, মানুষের জীবনে অতীত থাকতেই পারে। কিন্তু বিয়ের পর সংসারটাই আসল। সংসার জীবনের সুখই দাম্পত্য জীবনের প্রকৃত সুখ।’ এতে অভিনয় প্রসঙ্গে পার্থ শেখ বলেন, ‘শান্তর সঙ্গে এর আগেও তিনটি নাটকে কাজ করেছি। এই নিয়ে আমাদের চতুর্থ কাজ হলো। গল্পটা সুন্দর। যে কারণে কাজটা করেও ভালো লেগেছে। আর শান্ত ভীষণ শ্রম দিয়ে মন দিয়ে অভিনয় করে। শান্ত তার অভিনয়ের ক্ষেত্রে এই ধারাবাহিকতাটা বজায় রাখলে আগামীতে সে আরো অনেক ভালো করবে। রাজীব ভাইকে ধন্যবাদ সুন্দর একটি গল্প নির্বাচনের জন্য এবং যতœ নিয়ে নাটকটি নির্মাণ করার জন্য।’ মারিয়া শান্ত বলেন, ‘সবার আগে যেটি বলতে চাই তা হলো- পার্থ ভীষণ ভালো মনের একজন মানুষ। নাটকে একসাথে অভিনয় করার আগে থেকেই তার সাথে আমার পরিচয়। এর আগেও আমাদের দুজনের একসাথে কাজের জন্য ভালো রেসপন্স পেয়েছি। আশা করছি, এই নাটকটিও প্রচারে এলে দর্শকের কাছ থেকে ভালো সাড়া পাব। কারণ সব মিলিয়ে রাজীব ভাই বেশ যতœ নিয়ে কাজটি করেছেন।’ নাটকটি শিগগিরই প্রচারে আসবে। পার্থ শেখ ও মারিয়া শান্ত এর আগে ‘পরানের বায়োস্কাপ’, ‘পিরিতের আধখান’ ও ‘আলাদীনের প্রদীপে যেভাবে দৈত্য এলো’। তিনটি নাটকে অভিনয়ের জন্যই দুজনে বেশ প্রশংসিত হয়েছেন এবং সাড়াও পেয়েছেন। উল্লেখ্য, শান্তর প্রথম অভিনীত নাটক ছিল মাবরুর রশীদ বান্নাহর ‘স্পর্শের ছোঁয়া’। তবে প্রচারিত প্রথম নাটক ছিল মেহেদী হাসান হৃদয়ের ‘লাফাঙ্গা’। ইমরান, তানজীবের গানের মিউজিক ভিডিওতে মডেল হিসেবে কাজ করেও শান্ত বেশ সাড়া পেয়েছেন। ২১ ফেব্রুয়ারি জন্ম নেয়া শান্ত তার বাবা-মায়ের একমাত্র সন্তান। মতিঝিল মডেল স্কুল, মতিঝিল আইডিয়াল স্কুলে পড়াশুনা শেষ করে এখন ইউল্যাবে মিডিয়া অ্যান্ড জার্নালিজমে পড়াশোনা করছেন।