যুক্তরাজ্যে করোনার নতুন ভ্যারিয়েন্ট ‘স্ট্র্যাটাস’ এর আধিপত্য

আসছে সংক্রমণের নতুন ঢেউ

স্ট্র্যাটাস- বৈজ্ঞানিকভাবে এক্সএফজি নামে পরিচিত। এটি এর আগের করোনা স্ট্রেইনের তুলনায় বেশি সংক্রামক বলে মনে করা হচ্ছে।

হামিম উল কবির
Printed Edition

যুক্তরাজ্যে ‘স্ট্র্যাটাস’ নামে একটি নতুন করোনা ভ্যারিয়েন্টের আধিপত্য বেড়েছে, বিশেষজ্ঞরা এই বলে সতর্ক করছেন যে, এই স্ট্র্যাটাসের মাধ্যমে সংক্রমণের এটি নতুন ঢেউ আনতে পারে।

স্ট্র্যাটাস- বৈজ্ঞানিকভাবে এক্সএফজি নামে পরিচিত। এটি এর আগের করোনা স্ট্রেইনের তুলনায় বেশি সংক্রামক বলে মনে করা হচ্ছে, কারণ মিউটেশন বা রূপান্তরগুলো মানুষের শরীরে থাকা প্রতিরোধ ক্ষমতা এড়াতে পারে।

যুক্তরাজ্যের স্বাস্থ্য সুরক্ষা সংস্থা ‘ইউকেএইচএসএ’র তথ্য দেখাচ্ছে, স্ট্র্যাটাস এখন ইংল্যান্ডে প্রবল একটি করোনা স্ট্রেইনে পরিণত হয়েছে। মে মাসে সব ধরনের করোনা সংক্রমণের প্রায় ১০ শতাংশ ছিল স্ট্রেইন ভ্যারিয়েন্টের। তিন সপ্তাহ পরে জুনের মাঝামাঝিতে স্ট্র্যাটাসের সংক্রমণ প্রায় ৪০ শতাংশে পৌঁছেছে। স্ট্র্যাটাস অতিমারাত্মক করোনা উপধরন ওমিক্রনের বংশধর, ইতোমধ্যে ফ্রাঙ্কেনস্টাইন বা ‘রিকম্বিন্যান্ট’ স্ট্রেইন হিসেবে পরিচিত। একজন একসাথে দু’টি করোনা স্ট্রেইনে সংক্রমিত হওয়ার পর তার দেহে ভাইরাসটি নতুন একটি হাইব্রিড ভ্যারিয়েন্টে পরিণত হয়।

ওয়ারউইক বিশ্ববিদ্যালয়ের ভাইরোলজিস্ট অধ্যাপক লরেন্স ইয়ং যুক্তরাজ্যের মেইল অনলাইনকে বলেন, স্ট্র্যাটাসের দু’টি স্ট্রেইন একটি এক্সএফজি এবং অন্যটি এক্সএফজি.৩। এই দু’টি স্ট্রেইনই ‘দ্রুত ছড়িয়ে পড়ছে’।

এক্সএফজি এবং এক্সএফজি.৩ আকারের সম্ভবত নতুন করে এর স্পাইকে (ভাইরাসের বাইরে থাকা সুতা) রূপান্তরের কারণে নতুন উপ-ধরনটি শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা এড়াতে পারে।

করোনার বসন্তকালীন টিকার বুস্টার ডোজ গ্রহণে অনীহার কারণে এবং সাম্প্রতিক মাসগুলোতে করোনা সংক্রমণ হ্রাসের কারণে মানুষের মধ্যে করোনার প্রতিরোধ ক্ষমতা হ্রাস পাচ্ছে, এ কারণে সামনের দিনগুলোতে এক্সএফজি এবং এক্সএফজি.৩ সংক্রমণের ঝুঁকি আরো বেশি হবে।

‘এটি সংক্রমণের একটি নতুন তরঙ্গের দিকে নিয়ে যেতে পারে তবে এই তরঙ্গের পরিমাণ অনুমান করা কঠিন।’ তবে, তিনি আরো যোগ করেছেন যে বর্তমানে স্ট্র্যাটাস আরো গুরুতর অসুস্থতার কারণ হওয়ার কোনো প্রমাণ নেই এবং কোভিড ভ্যাকসিন গ্রহণ গুরুতর অসুস্থতা এবং হাসপাতালে ভর্তি থেকে সুরক্ষা প্রদানের ‘খুব সম্ভাবনা’ রয়েছে।

বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডঐঙ) স্ট্রেনটিকে ‘পর্যবেক্ষণাধীন রূপ’ হিসেবে ঘোষণা করার মাত্র এক সপ্তাহ পরে স্ট্র্যাটাসের বৃদ্ধি ঘটে। এই নামকরণের অর্থ হলো বিভিন্ন দেশে এর ক্রমবর্ধমান বিস্তার এবং সম্ভাব্য জনস্বাস্থ্যের প্রভাবের কারণে বিশ্বব্যাপী স্বাস্থ্য কর্তৃপক্ষকে এই রূপটি ট্র্যাক করতে সাহায্য করার জন্য বলা হয়েছে।

স্ট্র্যাটাসের সামগ্রিক ঝুঁকি ‘কম’ হিসেবে মূল্যায়ন করার সময় ডঐঙ বলেছে, প্রমাণগুলো ইঙ্গিত করে এই রূপটি অন্যান্য স্ট্রেনের তুলনায় উল্লেখযোগ্য বৃদ্ধির সুবিধা প্রদান করে যার সাথে এটি এখন বিশ্বব্যাপী রেকর্ড হওয়া মামলার ২২ শতাংশ।

নিম্বাস- আরেকটি নতুন কোভিড ভ্যারিয়েন্ট যা নতুন সংক্রমণের ঢেউ তুলতে পারে- সাম্প্রতিক সপ্তাহগুলোতে তাও বেড়েছে।

ইউকেএইচএসএ-এর তথ্য অনুসারে, এপ্রিল মাসে এই স্ট্রেন মাত্র ২ শতাংশ মামলা থেকে জুন মাসে ১৭ শতাংশে নেমে এসেছে। তবে, সাম্প্রতিক সপ্তাহের তুলনায় সামগ্রিক কোভিড কেস হ্রাস পাচ্ছে।

২৯ জুন শেষ হওয়া সপ্তাহে টকঐঝঅ দ্বারা বিশ্লেষণ করা কোভিড পরীক্ষার মাত্র ৫.৪ শতাংশ ভাইরাসের জন্য ইতিবাচক ছিল।

এটি আগের সপ্তাহে পজিটিভ আসা ৭ শতাংশ পরীক্ষার তুলনায় সামান্য হ্রাস, যা এই বছর এখন পর্যন্ত রেকর্ড করা সর্বোচ্চ পজিটিভিটি হার। পূর্ববর্তী স্ট্রেইনের তুলনায় নিম্বাস বা স্ট্র্যাটাস উভয়েরই নতুন লক্ষণ দেখা দিতে পারে বলে মনে করা হয় না। তবে, চিকিৎসকরা সতর্ক করে দিয়েছেন যে ‘রেজার ব্লেড’ গলার যে কারও নিম্বাস হতে পারে।

উত্তর পশ্চিমের ঘঐঝ ইংল্যান্ডের আঞ্চলিক চিকিৎসা পরিচালক ডা: মাইকেল গ্রেগরি সম্প্রতি বলেছেন : ‘এই রূপটি সম্প্রদায়ের মধ্যে দ্রুত ছড়িয়ে পড়ছে বলে মনে হচ্ছে, যার শীর্ষ লক্ষণগুলোর মধ্যে রয়েছে ‘রেজার ব্লেড’ গলা ব্যথা এবং ঘাড়ের গ্রন্থি ফুলে যাওয়া।’

তবে ভাইরাসের সাথে যেকোনো কোভিড সংক্রমণ এখনো মারাত্মক হতে পারে, বিশেষ করে বয়স্ক বা দুর্বল রোগ প্রতিরোধ ক্ষমতা সম্পন্ন ব্যক্তিদের মতো আরো দুর্বল গোষ্ঠীর জন্য।