ইশতিয়াকের পদত্যাগ স্বপদে বহাল নাজমুল

Printed Edition

ক্রীড়া প্রতিবেদক

বিসিবি প্রভাবশালী পরিচালক ইশতিয়াক সাদেকের পদত্যাগ। গত শনিবার বোর্ডে নিজের পদত্যাগপত্র জমা দিয়েছেন তিনি। সভাপতির কাছে পাঠানো পদত্যাগপত্রেও তিনি ব্যক্তিগত কারণের কথাই উল্লেখ করেছেন। ইশতিয়াকের পদত্যাগের আগের দিনই আরেক পরিচালক মুখলেসুর রহমানের বিপক্ষে ফিক্সিংয়ের মতো গুরুতর অভিযোগ ওঠার পর তিনি বিসিবির অডিট কমিটির প্রধানের পদ ছাড়েন। বিষয়টি বোর্ডের চাপ আরও বাড়িয়ে দেয়। এদিকে বিভিন্ন বিতর্কিত মন্তব্যের জেরে অর্থ কমিটির প্রধানের পদ থেকে সাময়িকভাবে অব্যাহতি পাওয়া এম নাজমুল ইসলাম ফিরে পেয়েছেন তার আগের দায়িত্ব। বিসিবির পরিচালনা পর্ষদের সভায় অংশ নেয়ার মধ্য দিয়েই তাকে পুনরায় অর্থ বিভাগের দায়িত্ব দেয়া হয়।