ঢাকা মেট্রো আউট ময়মনসিংহ ইন

Printed Edition

ক্রীড়া প্রতিবেদক

বাংলাদেশের ঘরোয়া ক্রিকেটে এক নতুন অধ্যায়ের সূচনা হবে জাতীয় ক্রিকেট লিগের (এনসিএল) ২৭তম আসরে। প্রথমবারের মতো এবারের আসরে অংশ নিতে যাচ্ছে ময়মনসিংহ বিভাগ। এ জন্য জায়গা ছাড়তে হচ্ছে দীর্ঘ দিনের অংশগ্রহণকারী দল ঢাকা মেট্রোকে। ২০১৫ সালের সেপ্টেম্বরে বাংলাদেশের অষ্টম বিভাগ হিসেবে স্বীকৃতি পায় ময়মনসিংহ। প্রায় এক দশক পেরিয়ে গেলেও এত দিন জাতীয় ক্রিকেট লিগে খেলার সুযোগ হয়নি তাদের। কয়েক দফা আশ্বাসের পর অবশেষে বিসিবির সর্বশেষ বোর্ড সভায় সিদ্ধান্ত নেয়া হয়- এবার থেকে ঢাকা মেট্রোর পরিবর্তে এনসিএলে খেলবে ময়মনসিংহ বিভাগ। আগামী ২৫ অক্টোবর শুরু হবে নতুন মৌসুমের এনসিএল। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম নবাগত ময়মনসিংহের প্রথম প্রতিপ স্বাগতিক সিলেট বিভাগ।

ঢাকা মেট্রোর প থেকে আপত্তি তোলা হয়েছিল দলটিকে বাদ না দেয়ার বিষয়ে; কিন্তু শেষ পর্যন্ত বিসিবি তাদের দাবি আমলে নেয়নি। পরিবর্তে, ঢাকা মেট্রোর অধিকাংশ ক্রিকেটারকেই রাখা হচ্ছে নবগঠিত ময়মনসিংহ দলে। ফলে, নতুন নামে ও পরিচয়ে মাঠে নামলেও খেলোয়াড়দের অভিজ্ঞতা থাকবে পুরনো দলেরই মতো।

এনসিএলের ভেনু হিসেবে থাকবে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম ও আউটার মাঠ, রাজশাহী বিভাগীয় স্টেডিয়াম, বগুড়ার শহীদ চান্দু স্টেডিয়াম, খুলনা বিভাগীয় স্টেডিয়াম, চট্টগ্রামের মতিউর রহমান স্টেডিয়াম, বিকেএসপির ৩ ও ৪ নম্বর মাঠ এবং কক্সবাজার আন্তর্জাতিক স্টেডিয়ামের দু’টি মাঠ। মিরপুরের শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে এবারের লিগে মাত্র দু’টি ম্যাচ হবে।

এবারের এনসিএলের দুই ধরনের বল ব্যবহার হবে। টেস্ট সিরিজের প্রস্তুতির অংশ হিসেবে প্রথম দুই রাউন্ড হবে কোকাবুরা বলে, আর তৃতীয় রাউন্ড থেকে বাকি ম্যাচগুলো হবে ডিউক বলে। আসন্ন আয়ারল্যান্ড সিরিজকে সামনে রেখে এই সিদ্ধান্ত নিয়েছে বিসিবির ক্রিকেট অপারেশনস ও টেকনিক্যাল কমিটি।