টিআরটি ওয়ার্ল্ড
ইসলামী সহযোগিতা সংস্থা (ওআইসি) সিরিয়ার অর্থনৈতিক পুনর্গঠন ও উন্নয়নের জন্য একটি বিশেষ কর্মসূচি চালু করেছে। তুরস্কের প্রেসিডেন্ট রজব তৈয়ব এরদোগান সোমবার ইস্তাম্বুলে অনুষ্ঠিত ওআইসির অর্থনৈতিক ও বাণিজ্যিক সহযোগিতা সংক্রান্ত স্থায়ী কমিটির (সিওএমসিইসি) ৪১তম মন্ত্রী পর্যায়ের বৈঠকে এই ঘোষণা দেন। এরদোগান বলেন, ‘এই কর্মসূচির মাধ্যমে আমরা সিরিয়ার মানবিক ও অর্থনৈতিক সক্ষমতা পুনর্গঠনে সহায়তা করব। এটি শুধু অর্থনৈতিক পুনরুদ্ধার নয়; বরং সিরিয়ার রাজনৈতিক ও ভৌগোলিক অখণ্ডতা রক্ষায় ইসলামী বিশ্বের ঐক্য ও সংহতির প্রতিফলন।’ এই কর্মসূচির আওতায় ওআইসি সদস্য রাষ্ট্রগুলো সিরিয়ায় বিনিয়োগ, অবকাঠামো উন্নয়ন, মানবসম্পদ উন্নয়ন এবং বাণিজ্যিক সহযোগিতা জোরদার করবে। সিওএমসিইসির তত্ত্বাবধানে পরিচালিত এই উদ্যোগে সিরিয়ান ডেভেলপমেন্ট ফান্ড (এসওয়াইডিএম) একটি গুরুত্বপূর্ণ অংশীদার হিসেবে কাজ করবে।
সিরিয়ার উপ-অর্থনীতি ও শিল্পমন্ত্রী বাসেল আবদুলহানান বৈঠকে অংশগ্রহণ করেন এবং কর্মসূচিকে ‘একটি নতুন সুযোগ’ হিসেবে অভিহিত করেন। তিনি বলেন, ‘যুদ্ধবিধ্বস্ত অর্থনীতিকে পুনরুজ্জীবিত করতে এই উদ্যোগ অত্যন্ত গুরুত্বপূর্ণ।’ ওআইসির এই পদক্ষেপকে আন্তর্জাতিক পর্যবেক্ষকরা ইতিবাচক হিসেবে দেখছেন। তারা মনে করছেন, এই কর্মসূচি সিরিয়াকে শুধু অর্থনৈতিকভাবে নয়, রাজনৈতিকভাবে স্থিতিশীল করতে সহায়ক হবে, যদি তা কার্যকরভাবে বাস্তবায়ন করা যায়।
বিশ্লেষকদের মতে, এই উদ্যোগ ওআইসির সদস্য দেশগুলোর মধ্যে আন্তঃআঞ্চলিক সহযোগিতা ও পুনর্গঠনের একটি নতুন দৃষ্টান্ত স্থাপন করতে পারে। সিরিয়ার দীর্ঘমেয়াদি পুনর্গঠন প্রক্রিয়ায় এটি একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে বিবেচিত হচ্ছে।
 


