ক্রীড়া প্রতিবেদক
বসুন্ধরা গ্রুপ বাংলাদেশ প্রিমিয়ার লিগে গতকাল ছিল হ্যাটট্রিকময় দিন। চার ম্যাচের তিনটিতে হ্যাটট্রিক হয়েছে। একে একে হ্যাটট্রিক করেছেন বসুন্ধরা কিংসের শেখ মোরসালিন, মোহামেডানের সোলেমান দিয়াবাতে এবং রহমতগঞ্জের স্যামুয়েল বোয়েটাং। জাতীয় দলের ক্যাম্পের জন্য এই চার ম্যাচ ২৯ মের বদলে গতকাল অনুষ্ঠিত হয়। ২৯ মে চট্টগ্রাম আবাহনী ও ফর্টিস এফসির ম্যাচ দিয়ে শেষ হবে লিগ। কাল এই চার ম্যাচের মধ্যে উল্লেখযোগ্য ছিল ঢাকা আবাহনী ও ব্রাদার্স ইউনিয়নের ম্যাচ। এই খেলায় ড্র করলেই রানার্সআপ হতো আবাহনী। যা তাদের এএফসি কাপে খেলার ছাড়পত্র পাওয়ার ক্ষেত্রেও বড় ভূমিকা রাখবে। আকাশী নীলশিবির অবশ্য ড্রয়ের অপেক্ষায় থাকেনি। শক্তিশালী ব্রাদার্সকে ৩-০ গোলে হারিয়ে হয়েছে এবারের লিগ রানার্সআপ। ১৮ খেলায় ৩৫ পয়েন্ট তাদের। এখন তারা এএফসি চ্যালেঞ্জ লিগে খেলার লাইসেন্স পেলে তারাই খেলবে এই আসরে। আবাহনীর জয়ে ওয়ান্ডারার্সের বিপক্ষে পূর্ণ পয়েন্ট পেয়েও লাভ হলো না বসুন্ধরা কিংসের। এই প্রথম পেশাদার লিগে তারা চ্যাম্পিয়ন হওয়ার বদলে তৃতীয় হয়েছে। ভান্ডারে ৩২ পয়েন্ট।
চ্যাম্পিয়ন মোহামেডান গাজীপুরের মাঠে অধিনায়ক সোলেমান দিয়াবাতের ওয়ানম্যান শোতে ৬-১ উড়িয়ে দিয়েছে ইয়ংম্যান্স ক্লাব ফকিরেরপুলকে। ৫ গোল করেন তিনি। ৫ মিনিটে পেনাল্টি গোলে তার শুরু। এরপর ২৩, ৩৯ ৭১ ও ৯০ মিনিটে আরো চার গোল। ৫১ মিনিটে সোলেমানের পাস থেকেই অপর গোল সৌরভ দেওয়ানের। ইয়ংম্যান্সের পক্ষে সমতা সূচক গোল ৮৬ মিনিটে রাফায়েল টুডুর। এই ৫ গোলের কল্যাণে রহমতগঞ্জের স্যামুয়েল বোয়েটাংয়ের সাথে ১৯ গোল দিয়ে যৌথভাবে গোলদাতার শীর্ষে সোলেমান। জয়ে লিগ শেষ করা চ্যাম্পিয়ন মোহামেডানের পয়েন্ট ৪২। আগেই প্রিমিয়ারে টিকে যাওয়া ইয়ংম্যান্সের পয়েন্ট ১৯।
এবারের লিগে ভাগ্যের জোরে ভালো দল গড়ে ব্রাদার্স ইউনিয়ন। ফিরতি পর্বে যোগ দেন জাতীয় দলের অধিনায়ক জামাল ভূঁইয়া। এরপর দলটি সে অর্থে ভালো করতে পারেনি। কাল কুমিল্লার মাঠে আবাহনীর কাছে তাদের ০-৩ গোলে হারও বেমানান। হারের ফলে ২৭ পয়েন্ট নিয়ে ৫ম স্থান পেয়ে লিগ শেষ করল গোপীবাগের দলটি। আবাহনীর হয়ে ২৪ মিনিটে আসাদুজ্জামান বাবলু, ৫১ মিনিটে রাফায়েল অগাস্তো এবং ৮৬ মিনিটে মিরাজুল ইসলাম গোল করেন।
নিজ মাঠে সাদিকের গোলে ওয়ান্ডারার্সের বিপক্ষে ৮ মিনিটেই পিছিয়ে পড়ে বসুন্ধরা কিংস। এরপর তাদের ঘুরে দাঁড়িয়ে ঝড় বইয়ে দেয়া। এই কাজে নেতৃত্ব দেন শেখ মোরসালিন। ৪২, ৪৫ ও ৬৬ মিনিটে তিন গোল করে হ্যাটট্রিক পূর্ন করা তার। বিপিএলে এটি তার প্রথম হ্যাটট্রিক। এ ছাড়া ৪১ মিনিটে রাকিব এবং ৮৬ মিনিটে রাব্বী হোসেন রাহুল গোল করেন। গোলটি করে লিগে রাকিব তার গোল সংখ্যা ১১তে উন্নীত করেছেন। ফলে পুলিশের আল আমিনকে টপকে তিনিই এখন স্থানীয়দের মধ্যে শীর্ষে।
মুন্সীগঞ্জের বীরশ্রেষ্ঠ মতিউর রহমান স্টেডিয়ামে পুলিশের বিপক্ষে রহমতগঞ্জের চার গোলের সব ক’টিই বিদেশীদের। এতে ৯, ৫৪ ও ৭৯ মিনিটে তিন গোল করে হ্যাটট্রিক পূর্ণ করা ঘানার বোয়েটাংয়ের। অপর গোল ৩১ মিনিটে সলোমন কিংয়ের (৩১ মি.)। ১-৪ এ হারা পুলিশের হয়ে একটি গোল করেন ড্যানিলো। তার গোলেই ৩ মিনিটে এগিয়ে গিয়েছিল পুলিশ। জয়ে রহমতগঞ্জ ৩০ পয়েন্ট নিয়ে চতুর্থ হয়ে লিগ শেষ করল। আর পুলিশ ২৭ পয়েন্ট নিয়ে সাতে নেমে গেছে।