হরমুজ প্রণালী বন্ধ ঠেকাতে চীনের দ্বারস্থ যুক্তরাষ্ট্র

রয়টার্স
Printed Edition

বিশ্ববাণিজ্যের জন্য গুরুত্বপূর্ণ নৌপথ হরমুজ প্রণালী বন্ধের সিদ্ধান্ত নেয়ার পথে রয়েছে ইরান। দেশটির পার্লামেন্টের ভোটে এরই মধ্যে এই প্রণালী বন্ধের প্রস্তাব অনুমোদন পেয়েছে। এখন কেবল এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেয়ার পালা ইরানের সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদের। ইরানের রাষ্ট্রপরিচালিত প্রেস টিভি জানিয়েছে, সর্বোচ্চ জাতীয় পরিষদকে সিদ্ধান্তে পৌঁছতে হবে রোববার রাতেই।

ইরানের হরমুজ প্রণালী বন্ধের এই তোড়জোড়ের মধ্যেই দেশটিকে এই পদক্ষেপ নেয়া থেকে বিরত রাখতে চীনকে উদ্যোগ নেয়ার আহ্বান জানিয়েছেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। বিশ্বের মোট জ্বালানি তেলের প্রায় ২০ শতাংশ এই প্রণালী দিয়েই পরিবহন করা হয়। ইরান বরাবরই পশ্চিমা দেশগুলোর চাপ দূরে ঠেলে রাখতে এই প্রণালী বন্ধের হুমকি দিয়ে এসেছে।

আর এখন যুক্তরাষ্ট্র ইরানের পারমাণবিক স্থাপনাগুলোতে হামলা চালানোর পর তারা পার্লামেন্টে হরমুজ প্রণালী বন্ধের প্রস্তাব অনুমোদনের পদক্ষেপ নিলো। সিদ্ধান্তটি যদিও এখনো চূড়ান্ত হয়নি, তবে পার্লামেন্ট সদস্য ও ইরানের ইসলামিক রেভুল্যুশনারি গার্ড বাহিনীর কমান্ডার ইসমাইল কোসারি রোববার ইয়াং জার্নালিস্ট ক্লাবকে বলেছেন, হরমুজ প্রণালী বন্ধের বিষয়টি এখন আলোচ্যসূচিতে রয়েছে। প্রয়োজন হলেই তা কার্যকর করা হবে।

ওই দিকে, হরমুজ প্রণালী বন্ধের বিষয়টি পার্লামেন্টে অনুমোদের খবর ইরানের প্রেস টিভিতে আসার পর এই জলপথ যাতে বন্ধ না হয়, সেজন্য চীনকে তাগাদা দেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। রোববার ফক্স নিউজে এক প্রোগ্রামে তিনি বলেন, ‘আমি চীন সরকারকে উৎসাহিত করব যাতে তারা ইরানের সাথে যোগাযোগ করে।