বাটা বাংলাদেশ সম্প্রতি ঢাকা ক্যান্টনমেন্টে অবস্থিত সিএসডি টাওয়ারে তাদের সর্ববৃহৎ ফ্র্যাঞ্চাইজি স্টোর উদ্বোধন করেছে। এই নতুন সংযোজনটি বাটার রিটেইল যাত্রায় একটি গুরুত্বপূর্ণ মাইলফলক এবং বাংলাদেশের বাজারে তাদের উপস্থিতিকে আরো শক্তিশালী করার ধারাবাহিক প্রয়াসের অংশ।
উদ্বোধনী অনুষ্ঠানটি যৌথভাবে উদ্বোধন করেন বাটা বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক ফারিয়া ইয়াসমিন এবং সিএসডির ব্যবস্থাপনা পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো: মোজাম্মেল হোসেন। অনুষ্ঠানে বাটা বাংলাদেশের পক্ষ থেকে উপস্থিত ছিলেন রিটেইল ডিরেক্টর আরফানুল হক, হেড অব এইচআর মালিক কবির, হেড অব মার্কেটিং নূসরাত হাসান এবং হেড অব ফ্র্যাঞ্চাইজি শাহজাহান সানি। এ ছাড়াও সিএসডির পক্ষ থেকে উপস্থিত ছিলেন- মেজর মীর ইখতিয়ার উদ্দিন আহমেদ, হেড অব সেন্ট্রাল প্ল্যান অ্যান্ড প্রোকিউরমেন্ট; লেফটেন্যান্ট কর্নেল মো: আসিফ আবদুর রউফ, হেড অব শপস অপারেশন; অবসরপ্রাপ্ত মেজর মো: শাখাওয়াত হোসেন খান, চিফ ফাইন্যান্সিয়াল অফিসার (মার্কেটিং ও কাস্টমার রিলেশনশিপ); এবং সিনিয়র ম্যানেজার, সিএসডি জনাব মো: শামসুজ্জামান। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন বাটা বাংলাদেশ ও সিএসডির ঊর্ধ্বতন কর্মকর্তারা। বিজ্ঞপ্তি।



