সন্ত্রাসবাদের সাথে বর্তমানে পাকিস্তানের সম্পর্ক নেই বলে জানিয়েছেন পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ। পাশাপাশি, অতীতে পাকিস্তানের সাথে যে সন্ত্রাসবাদের সম্পর্ক স্থাপিত হয়েছিল, সে জন্য যুক্তরাষ্ট্রকে সরাসরি দায়ী করেছেন তিনি।
রোববার রাজধানী ইসলামাবাদে পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রীর একটি সাক্ষাৎকার নিয়েছেন বিবিসির পাকিস্তান প্রতিনিধি আজাদেহ মোশিরি। মন্ত্রীর উদ্দেশে বিিিসর প্রথম প্রশ্ন ছিল- ভারত ও পাকিস্তানভিত্তিক বিভিন্ন সন্ত্রাসীগোষ্ঠী এবং এসব গোষ্ঠীর নেতারা পাকিস্তানে সক্রিয়তা বা তৎপরতা চালাচ্ছেন কি না। উত্তরে খাজা আসিফ বলেন, ‘না, এমন কোনো ব্যাপার পাকিস্তানে নেই।’
এর পর আজাদেহ মোশিরি তার কাছে জানতে চান যে, ২০১৬ সালে কাশ্মিরের উরি এবং ২০১৯ সালে পুলওয়ামায় হামলার জন্য দায়ী জইশ-ই মোহাম্মদকে পাকিস্তান এখনো আশ্রয়-প্রশ্রয় দিচ্ছে বলে যে অভিযোগ তুলেছে যুক্তরাষ্ট্র, এ ব্যাপারে পাকিস্তানের কোনো মন্তব্য রয়েছে কি না।
জবাবে খাজা আসিফ জানান, গত শতকের আশির দশকে সোভিয়েত-আফগানিস্তান যুদ্ধের সময় সোভিয়েত বাহিনীকে পরাজিত করতে কিছু ‘মুজাহিদিন বাহিনী’ গড়ে তোলা হয়েছিল। এদেরকে অস্ত্র ও আর্থিক সহায়তা দিত যুক্তরাষ্ট্র এবং এদের প্রশিক্ষণ হতো পাকিস্তানে।
পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী বলেন, ‘এসব (সন্ত্রাসী ও সন্ত্রাসবাদ) আসলে আমাদের অতীত। পাকিস্তান যে সন্ত্রাসীদের আশ্রয়-প্রশ্রয় দেয় বলে অভিযোগ উঠেছে, গত শতকের আশির দশকে এরা যুক্তরাষ্ট্রের মিত্র ছিল।



