যুক্তরাষ্ট্রের নাগরিকদের দেশ ছাড়ার প্রবণতা ব্যাপকভাবে বেড়েছে। ব্রিটিশ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, সাম্প্রতিক সময়ে রেকর্ডসংখ্যক আমেরিকান ব্রিটেনে বসবাসের অনুমতি চেয়ে আবেদন করেছেন। এক বছরে সাড়ে ছয় হাজারের বেশি মার্কিন নাগরিক ব্রিটেনে বসবাসের অনুমতি চেয়ে আবেদন করেছেন। ২০০৪ সালে দুই দেশের মধ্যে এ নিয়ে তুলনাযোগ্য রেকর্ড রাখা শুরু হওয়ার পর এটিই সর্বোচ্চ।
ব্রিটিশ হোম অফিসের তথ্য অনুযায়ী, চলতি বছর মার্চ পর্যন্ত ১২ মাসে ছয় হাজার ৬১৮ জন মার্কিন নাগরিক ব্রিটেনের নাগরিকত্ব চেয়ে আবেদন করেছেন। যাদের মধ্যে এক হাজার ৯০০ জনই আবেদন করেছেন চলতি বছর জানুয়ারি থেকে মার্চের মধ্যে। এই তিন মাসে জমা পড়া আবেদনের বেশির ভাগই এসেছে ডোনাল্ড ট্রাম্পের অভিষেকের পরে। ২০২৫ সালের শুরুতে আবেদনসংখ্যায় যে উল্লম্ফন দেখা গেছে, তা যেকোনো একক ত্রৈমাসিকের মধ্যে রেকর্ড সর্বোচ্চ।
এই পরিসংখ্যান এমন একসময় এলো, যখন ব্রিটেন সরকার অভিবাসন ইস্যুতে কঠোর অবস্থান নিয়েছে। প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার সীমান্তের ওপর নিয়ন্ত্রণ পুনঃপ্রতিষ্ঠার ঘোষণা দিয়েছেন। হোম অফিস প্রকাশিত পরিসংখ্যান বলছে, এরই মধ্যে অভিবাসন কমে প্রায় অর্ধেকে এসে দাঁড়িয়েছে। ২০২৪ সালে দেশটিতে অভিবাসন প্রত্যাশীর সংখ্যা ছিল চার লাখ ৩১ হাজার। অথচ এক বছর আগেই এই সংখ্যা ছিল প্রায় দ্বিগুণ।



