জামালপুর সদর উপজেলার লক্ষ্মীরচর আলহাজ শেখ ইমান আলী ইসলামী অ্যাকাডেমিতে গত শনিবার অভিভাবক সমাবেশ ও ফ্রি ড্রেস বিতরণ অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নান্দিনা শেখ আনোয়ার হোসাইন কলেজের অবসরপ্রাপ্ত অধ্যক্ষ বীর মুক্তিযোদ্ধা আলহাজ মো: বাহাজ উদ্দিন। সভাপতিত্ব করেন প্রতিষ্ঠানটির পরিচালক মাওলানা শেখ মো: গোলাম মোস্তফা সোহেল। সার্বিক সহযোগিতা ও তত্ত্বাবধান করেন মসজিদ ও মাদরাসা কমপ্লেক্সের মোতওয়াল্লি আলহাজ এস এম গোলাম রব্বানী। অভিভাবক সমাবেশ ও ড্রেস বিতরণ অনুষ্ঠানে বক্তব্য রাখেন- আমন্ত্রিত অতিথি সিনিয়র আইনজীবী সহকারী ও সমাজসেবক হানিফ উদ্দিন, সিনিয়র সাংবাদিক ছাইদুর রহমান, শিক্ষক মাওলানা আবুল হাশেম। অনুষ্ঠান পরিচালনা করেন প্রতিষ্ঠানের মোহতামিম মাওলানা মো: জাহাঙ্গীর আলম সাঈদী। অনুষ্ঠানে এলাকার ধর্মপ্রাণ মসুল্লি এলাকার সুধীজন অভিভাবক এবং শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি।
আলহাজ শেখ ইমান আলী ইসলামী অ্যাকাডেমিতে ফ্রি ড্রেস বিতরণ ও অভিভাবক সমাবেশ
Printed Edition



