ক্রীড়া প্রতিবেদক
ইউনেক্স বেন্ডিগো ইন্টারন্যাশনাল চ্যালেঞ্জ অস্ট্রেলিয়ায় নজর কাড়ছেন বাংলাদেশের শাটলাররা। প্রায় প্রতিটি ম্যাচেই প্রতিভার স্বাক্ষর রেখে প্রি-কোয়ার্টার ফাইনালে উঠে গেছেন নিজ খরচে অস্ট্রেলিয়ায় যাওয়া লাল-সবুজের ব্যাডমিন্টন খেলোয়াড়রা। প্রি-কোয়ার্টারে আজ বেলা ১১.০৫টায় তানভীর-গৌরব জুটির মুখোমুখি হবে থাইল্যান্ডের চারোয়েনকিতাম-থংসা (ওয়ার্ল্ড র্যাংকিং ৬২) জুটি এবং দুপুর সোয়া ১২টায় নাঈম-মিজান জুটির প্রতিপক্ষ সিঙ্গাপুরের কোহ-কুবো (ওয়ার্ল্ড র্যাংকিং ৫৩) জুটি।
এর আগে নাঈম-মিজান জুটি ২১-১৪ ও ২১-১৪ পয়েন্টে স্বাগতিক অস্ট্রেলিয়ার জর্দান ওয়াং-ফ্রেডরিক ঝাও জুটিকে এবং গৌরব-তানভীর জুটি ২১-১৪ ও ২১-১৬ পয়েন্টে নিউজিল্যান্ডের ভিনসেন্ট তাও-ডাচমেন ভং জুটিকে হারিয়ে সুপার ১৬ তে জায়গা করে নেয়। আন্তর্জাতিক অঙ্গনে এটিই বাংলাদেশের সেরা সাফল্য।