তথ্য মন্ত্রণালয় সব সময় সাংবাদিকদের পাশে আছে : তথ্য সচিব

বাসস
Printed Edition
বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্টের চেক বিতরণ অনুষ্ঠানে তথ্য সচিব মাহবুবা ফারজানাসহ অতিথিরা : নয়া দিগন্ত
বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্টের চেক বিতরণ অনুষ্ঠানে তথ্য সচিব মাহবুবা ফারজানাসহ অতিথিরা : নয়া দিগন্ত

তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সচিব মাহবুবা ফারজানা বলেছেন, তথ্য মন্ত্রণালয় সব সময় সাংবাদিকদের পাশে আছে ও ভবিষ্যতেও থাকবে। সাংবাদিকদের সাথে মন্ত্রণালয়ের একটি শক্ত সেতুবন্ধন রয়েছে।

গতকাল রাজধানীর তথ্য ভবনের ডিএফপি অডিটোরিয়ামে মৃত্যুবরণকারী সাংবাদিক পরিবারের সদস্য এবং অসুস্থ ও অসচ্ছল সাংবাদিকদের মাঝে অনুদানের চেক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

সচিব বলেন, কিছু পত্রিকায় এমন কিছু সংবাদ প্রকাশিত হয়, যা যাচাই-বাছাইয়ের প্রয়োজন রয়েছে। সাংবাদিকদের উচিত হবে, তথ্য যাচাই করে সংবাদ পরিবেশন করা। সাংবাদিকতার কিছু নৈতিক নির্দেশনা বা কোড অব কন্ডাক্ট রয়েছে- তা অনুসরণ করে চললে, সবার মঙ্গল হবে। এতে সমাজে মিথ্যা বা বিভ্রান্তিকর তথ্য ছড়াবে না।

মাহবুবা ফারজানা বলেন, আমরা একটি রূপান্তরের সময় পার করছি। আমাদের ধৈর্য ও বিচক্ষণতার সাথে এ সময়টাকে মোকাবেলা করতে হবে। এই সময়ে সাংবাদিক ভাইবোনেরা সবচেয়ে বড় ভূমিকা পালন করছেন।

বাংলাদেশের সাংবাদিক কল্যাণ ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালক মুহাম্মদ আবদুল্লাহর সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন-তথ্য অধিদফতরের প্রধান তথ্য অফিসার মো: নিজামূল কবীর, চলচ্চিত্র ও প্রকাশনা অধিদফতরের মহাপরিচালক খালেদা বেগম, জাতীয় প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক আইয়ুব ভূঁইয়া, বিএফইউজের ভারপ্রাপ্ত সভাপতি ওবায়দুর রহমান শাহীন, বিএফইউজের সহ সভাপতি ও ট্রাস্টি বোর্ডের সদস্য মুহাম্মদ খায়রুল বাশার, প্রেস ইনস্টিটিউট বাংলাদেশের (পিআইবি) মহাপরিচালক ফারুক ওয়াসিফ, ঢাকা সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক খুরশীদ আলম ও বিএফইউজের’ নির্বাহী সদস্য ও ট্রাস্টি বোর্ডের সদস্য শাহীন হাসনাত প্রমুখ। অনুষ্ঠানে ১ কোটি ৬৩ লাখ টাকার চেক বিতরণ করা হয়।