আহসান হাবীব শিবচর (মাদারীপুর)
পরিবারের আর্থিক সচ্ছলতা ফেরাতে ইতালি যাওয়ার স্বপ্ন দেখেছিলেন মাদারীপুরের শিবচর উপজেলার তিন যুবক। কিন্তু দালালের খপ্পরে পড়ে লিবিয়ায় গিয়ে সে স্বপ্ন দুঃস্বপ্নে পরিণত হয়েছে। ফিল্মি স্টাইলে হাত-পা বেঁধে নির্মম নির্যাতন, মুক্তিপণের দাবিতে পরিবারের কাছে পাঠানো ভয়াবহ ভিডিও- সব মিলিয়ে তিন পরিবার আজ আতঙ্কে নিস্তব্ধ। দালালচক্র টাকা না পেলে যুবকদের হত্যার হুমকি দিচ্ছে।
নির্যাতনের শিকার তিনজন হলেন- বাঁশকান্দি ইউনিয়নের নাওয়ারা শেখপুর গ্রামের আলমাস হোসেন খান (২৫), সজিব ফরাজী (২৭) ও সবুজ তফাদার (২৫)।
পরিবার ও স্বজনরা জানান, ২০২৪ সালের জুলাইয়ে স্থানীয় দালাল নূর আলম ও সেলিম হাওলাদারের মাধ্যমে ১৮ লাখ টাকা চুক্তিতে তারা বাড়ি থেকে ইতালির উদ্দেশে রওনা দিয়ে সংযুক্ত আরব আমিরাত হয়ে লিবিয়ার বেনগাজীতে পৌঁছান। এরপর নানা অজুহাতে তাদের কাছ থেকে পর্যায়ক্রমে তিন পরিবারের কাছ থেকে আরো ২২ লাখ (মোট ৪০ লাখ) টাকা নেয় দালাল চক্রটি।
গত ২৪ নভেম্বর লিবিয়া থেকে পাঠানো কয়েকটি নির্যাতনের ভিডিও ক্লিপে তিন যুবককে লাঞ্ছিত অবস্থায় দেখা যায়। ভিডিওতে মুক্তিপণ হিসেবে প্রত্যেকের জন্য আরো ২০ লাখ টাকা দাবি করা হয়। টাকা না দিলে তিনজনকেই হত্যা করা হবে বলে হুমকি দেয়া হয়।
পরিবারের কান্না আর অসহায় আবেদন : সজিবের বাবা নূরুল ইসলাম ফরাজী বলেন, ওরা বলেছে ২০ লাখ টাকা না দিলে আমার ছেলেকে মেরে ফেলবে। আমরা জমি বিক্রি করে সব দিয়েছি। আর দেয়ার সামর্থ্য নেই। আলমাসের বাবা আলাল উদ্দিন বলেন, ভিডিওতে আমার ছেলে কাকুতি-মিনতি করছে ‘বাবা টাকা পাঠাও, নইলে ওরা আমাকে মেরে ফেলবে’। সব বিক্রি করেছি, আর তো কিছু নেই। ছেলেকে বাঁচান।
এদিকে ভিডিও প্রকাশের পর নূর আলম ও সেলিম হাওলাদার এলাকা ছেড়ে পালিয়েছে। পুলিশ তাদের বাড়িতে গিয়ে স্ত্রীদের আটক করে আদালতে পাঠিয়েছে। দালালদের মোবাইল ফোন বন্ধ পাওয়া গেছে।
স্থানীয়রা জানান, বহু বছর ধরে এই চক্রটি এলাকায় সক্রিয় এবং প্রলোভন দেখিয়ে যুবকদের বিদেশে পাঠানোর কথা বলে মোটা অঙ্কের টাকা হাতিয়ে নিয়েছে। ভিডিও ছড়িয়ে পড়ার পর পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে।
প্রশাসনের পদক্ষেপ : শিবচর থানার ওসি রকিবুল ইসলাম বলেন, অভিযোগের ভিত্তিতে দুই নারীকে আটক করা হয়েছে। অভিযুক্তদের গ্রেফতার ও আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।
শিবচর উপজেলা নির্বাহী কর্মকর্তা এইচ এম ইবনে মিজান বলেন, লিখিত অভিযোগ পেলে বিষয়টি পররাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠানো হবে। দালালচক্রের বিভিন্ন প্রলোভন থেকে সবাইকে সতর্ক থাকার অনুরোধ করছি।



