বগুড়া অফিস
আগামীর বাংলাদেশ গড়তে আলেম সমাজকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানানো হয়েছে বগুড়ায় অনুষ্ঠিত এক সিরাত সেমিনারে। বগুড়া ওলামা মাশায়েখ পরিষদ শহর শাখার আয়োজনে গতকাল শনিবার শহীদ টিটু পৌর মিলনায়তনে এ সেমিনার অনুষ্ঠিত হয়।
শিবগঞ্জ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মাওলানা আলমগীর হোসাইনের সভাপতিত্বে অনুষ্ঠিত সেমিনারে প্রধান অতিথি ছিলেন জামিয়া ইসলামিয়া আল আকাবার অধ্য মাওলানা আবিদুর রহমান সোহেল। প্রধান আলোচক ছিলেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ইসলামিক স্ট্যাডিজ বিভাগের সাবেক চেয়ারম্যান প্রফেসর ড. মো: বেলাল হোসাইন।
প্রধান আলোচক বলেন, আধুনিক ও ইসলামী কল্যাণ রাষ্ট্র বিনির্মাণে মহানবীর সা: জীবনাদর্শের কোনো বিকল্প নেই। বিশ্ব মানবতার কল্যাণের জন্য আল্লাহর জমিনে আল্লাহর আইন প্রতিষ্ঠাই ছিল রাসূলের প্রধান কাজ। আমাদেরকেও ব্যক্তি, পরিবার, সমাজ ও রাষ্ট্রীয় জীবনে এই আদর্শ বাস্তবায়ন করতে হবে।
প্রধান অতিথি মাওলানা আবিদুর রহমান সোহেল বলেন, স্বাধীনতার ৫৪ বছর পরও দেশকে কল্যাণ রাষ্ট্রে পরিণত করা সম্ভব হয়নি। জনগণের কাছে কুরআনের দাওয়াত পৌঁছে দেয়া, তাদের পাশে দাঁড়ানো এবং তাদের চাহিদার আলোকে আগামীর বাংলাদেশ তৈরিতে আলেম সমাজকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।
সেমিনারে সরকারি আজিজুল হক কলেজের সহকারী অধ্যাপক ড. মাওলানা মুনিরুজ্জামান ইউসুফী মূল প্রবন্ধ উপস্থাপন করেন। অনুষ্ঠানে বিভিন্ন শিাপ্রতিষ্ঠানের শিক, ইসলামী ব্যক্তিত্ব ও গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।



