বাংলাদেশে নিযুক্ত হতে যাচ্ছেন ফ্রান্সের নতুন রাষ্ট্রদূত জঁ মার্ক সেরে শারলে। তিনি মারি মাসদ্যুপুইয়ের স্থলাভিষিক্ত হবেন। মারি ২০২৩ সালের জানুয়ারি থেকে ঢাকায় দায়িত্ব পালন করে আসছেন।
ফরাসি পররাষ্ট্র মন্ত্রণালয়ের একটি সূত্র এই তথ্য নিশ্চিত করেছে। তারা জানিয়েছে, সেরে শারলে একজন অভিজ্ঞ কূটনীতিক, যিনি বাংলাদেশে একটি গুরুত্বপূর্ণ রাজনৈতিক সংস্কারের সময় রাষ্ট্রদূতের দায়িত্ব আসছেন।
বাংলাদেশ স্বাধীনতার পর থেকেই ফ্রান্স ছিল বাংলাদেশের গুরুত্বপূর্ণ অংশীদার। সাম্প্রতিক রাজনৈতিক পটপরিবর্তনের পর গণতান্ত্রিক প্রতিষ্ঠান পুনর্গঠন ও জন-আস্থার পুনঃপ্রতিষ্ঠার এই সময়ে ফ্রান্সের গুরুত্ব আরো বেড়েছে। নতুন রাষ্ট্রদূতের আগমন এই বন্ধুত্বে নতুন মাত্রা যোগ করতে পারে। বিশেষ করে, বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান ডক্টর মুহাম্মদ ইউনূসের সাথে ফ্রান্সের রয়েছে ব্যক্তিগত ও প্রাতিষ্ঠানিক সম্পর্ক। নোবেল বিজয়ী এই অর্থনীতিবিদ দীর্ঘদিন ধরেই ফরাসি সমাজ ও রাজনীতিতে সম্মানিত ব্যক্তিত্ব হিসেবে পরিচিত।
জঁ মার্ক সেরে শারলে ফ্রান্সের মর্যাদাপূর্ণ প্রশাসনিক শিক্ষাপ্রতিষ্ঠান একোল নাসিওনাল দ্যাদমিনিস্ত্রাসিয়োঁ (এনা) থেকে স্নাতক লাভ করেছেন। গত অক্টোবর ২০২১ থেকে তিনি ভারতের মুম্বাইয়ে ফ্রান্সের কনসাল জেনারেলের দায়িত্ব পালন করছেন। বিশ বছরেরও বেশি কূটনৈতিক অভিজ্ঞতা রয়েছে তার। এর মধ্যে উল্লেখযোগ্যভাবে জাতিসঙ্ঘ ও আন্তর্জাতিক সংস্থা সংক্রান্ত বিভাগের উপপরিচালক হিসেবে কাজ করেছেন। এছাড়াও তিনি ছয় বছর ফ্রান্সের প্রতিনিধি হিসেবে জাতিসঙ্ঘ নিরাপত্তা পরিষদে দায়িত্ব পালন করেছেন। মস্কোতে রাজনৈতিক উপদেষ্টা, রোমে সাংস্কৃতিক উপদেষ্টা, প্যারিসে সংস্কৃতিমন্ত্রীর কূটনৈতিক উপদেষ্টা এবং ২০১৩-১৫ সালে নয়াদিল্লিতে উপমিশন প্রধানের মতো গুরুত্বপূর্ণ দায়িত্বও পালন করেছেন।