সুর উঠেছে দাঁড়িপাল্লা, এইবার ক্ষমতায় যাবে জামায়াতে ইসলামী : সেলিম উদ্দিন

আগামী দিনের বাংলাদেশ হবে ইসলামের : সাদিক কায়েম

আবদুল কাদের তাপাদার, সিলেট ব্যুরো
Printed Edition

সিলেট-৬ গোলাপগঞ্জ বিয়ানীবাজার আসনে জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী, দলের ঢাকা মহানগর উত্তরের আমির মুহাম্মদ সেলিম উদ্দিন ‘আমি রাজনীতি করতে এখানে আসিনি, এসেছি জনগণের সেবার দায়িত্ব নিতে’ উল্লেখ করে বলেছেন, গোলাপগঞ্জ বিয়ানীবাজারের মতো অবহেলিত এলাকা বাংলাদেশে আর কোথাও নেই।

আমি মিডলক্লাস পরিবারের সন্তান, আমি আপনাদের মনের ভাষা বুঝি। আমাকে একটি বার আপনাদের সেবা করার সুযোগ দিন। ইনশাআল্লাহ এই এলাকা বদলে যাবে। তিনি বলেন, সারা দেশে আজ সুর উঠেছে এইবার দাঁড়িপাল্লা, এইবার ক্ষমতায় যাবে জামায়াতে ইসলামী। দেশী-বিদেশী গোয়েন্দা সংস্থার রিপোর্টসহ সব হিসাব নিকাশে আট দল ২০০ আসন পেয়ে এককভাবে ক্ষমতায় যাবে বলে আভাস দিয়েছে। ৫৪ বছর ধরে অধিকারহারা বঞ্চিত দেশের মানুষ এখন জামায়াতে ইসলামীকে ক্ষমতার বিকল্প হিসেবে দেখছে। জামায়াতে ইসলামীর আমির সিলেটের কৃতী সন্তান ডা: শফিকুর রহমান আগামীর প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পেলে সিলেটের কোনো সমস্যাই আর এভাবে থাকবে না।

মুহাম্মদ সেলিম উদ্দিন শনিবার রাতে সিলেটের গোলাপগঞ্জ উপজেলা ও পৌরসভা শাখা জামায়াতে ইসলামী আয়োজিত স্থানীয় এমসি অ্যাকাডেমি মাঠে বিশাল ছাত্র ও যুব সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। হাজার হাজার ছাত্র ও যুবক ও এলাকাবাসীর উপস্থিতিতে ‘সব দেখেছি বারবার, দাঁড়িপাল্লা এইবার’ সেøাগানে মুখরিত সমাবেশে বিশেষ অতিথির বক্তব্যে ডাকসুর ভিপি সাদিক কায়েম বলেন, সেলিম উদ্দিন ভাই শুধু গোলাপগঞ্জ বিয়ানীবাজারের কিংবা জামায়াতের নেতা নন, তিনি জাতীয় নেতা। তার অভূতপূর্ব নেতৃত্বে আমরা জুলাই আগস্টের গণ-অভ্যুত্থান সফল করতে পেরেছি। তিনি আগামী দিনের বাংলাদেশকে ইসলামের বাংলাদেশ হিসেবে গড়ে তুলতে দাঁড়িপাল্লায় ভোট দিতে ছাত্র যুবকদের আহ্বান জানিয়ে বলেন, “তরুণদের প্রথম ভোট, দাঁড়িপাল্লার পক্ষে হোক’।

প্রধান অতিথির বক্তব্যে জামায়াতের কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য সেলিম উদ্দিন আরো বলেন, গোলাপগঞ্জ বিয়ানীবাজারে কেউ বেকার থাকবে না। নির্বাচিত হলে দুই উপজেলার পাঁচজন করে ১০ জন মেধাবী শিক্ষার্থীকে উচ্চ শিক্ষার জন্য বিদেশে পাঠানো হবে। গত ১৪ মাসে দুই উপজেলায় ৬০টি উন্নয়ন প্রকল্পে প্রায় ৮০ কোটি টাকার কাজ শুরু হয়েছে জানিয়ে তিনি বলেন, নির্বাচিত হলে দুই উপজেলার সব সমস্যা খুব তাড়াতাড়ি সমাধান হবে ইনশাআল্লাহ।

ঢাকা মহানগরী উত্তরের আমির মোহাম্মদ সেলিম উদ্দিন বলেন, একটি বারের জন্য সুযোগ পেলে গোলাপগঞ্জ-বিয়ানীবাজারবাসীর সেবা করতে চাই। দুর্নীতিবাজ ফ্যসিসদের বিতাড়িত করতে এবং ইনসাফ ও ন্যায় প্রতিষ্ঠায় সবাইকে এগিয়ে আসতে হবে। পুরাতন ব্যবস্থায় নতুন বাংলাদেশ গঠন সম্ভব নয় যুগের দাবি অনুযায়ী দেশের শিক্ষা, অর্থনীতি, রাজনীতিকে আমরা সাজিয়ে স্বনির্ভর বাংলাদেশ গড়ব, ইনশাআল্লাহ।

ছাত্র যুব সমাবেশে বিশেষ অতিথির বক্তব্য দানকালে ডাকসু ভিপি সাদিক কায়েম বলেন, আগামীর বাংলাদেশ হবে ইনসাফের বাংলাদেশ, ইসলামের বাংলাদেশ।

তিনি ‘তারুণ্যের প্রথম ভোট দাঁড়িপাল্লার পক্ষে হোক’ এই আহ্বান জানিয়ে বলেন, ডাকসু, জাকসু, রাকসু ও চাকসুতে তরুণ সমাজ ইনসাফের পক্ষে রায় দিয়েছে। আগামী নির্বাচনে তরুণ সমাজসহ গোটা দেশ ইনসাফের পক্ষে রায় দেবে। গোলাপগঞ্জে উপজেলা ও পৌর জামায়াতের যুব বিভাগের ব্যবস্থাপনায় আয়োজিত ছাত্র ও যুব সমাবেশে

উপজেলা জামায়াতে ইসলামীর আমির আবদুল আজিজ জামাল সভাপতিত্বে উপজেলা জামায়াতের সেক্রেটারি হাবিবুল্লাহ দস্তগীর ও অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি এহতেশামুল আলম জাকারিয়ার যৌথ সঞ্চালনায় সমাবেশে বক্তব্য রাখেন- গোলাপগঞ্জ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান এবং সিলেট জেলা জামায়াতের শূরা ও কর্মপরিষদ সদস্য হাফিজ নজমুল ইসলাম, প্রবাসী কমিউনিটি নেতা, ছাত্রশিবিরের সিলেট জেলা দক্ষিণের সাবেক সভাপতি, যুক্তরাজ্য প্রবাসী কমিউনিটি নেতা ব্যারিস্টার কাওছার হোসেন কোরেশী, গোলাপগঞ্জ পৌর জামায়াতের ভারপ্রাপ্ত আমির, প্রভাষক রেহান উদ্দিন রায়হান প্রমুখ।