জুলাই সনদ বাস্তবায়ন

আজ দলগুলোর সাথে ফের বসছে জাতীয় ঐকমত্য কমিশন

Printed Edition

নিজস্ব প্রতিবেদক

জুলাই সনদ বাস্তবায়নের উপায় নিয়ে আজ বুধবার রাজনৈতিক দলগুলোর সাথে ফের সংলাপে বসছে জাতীয় ঐকমত্য কমিশন। রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে বেলা সাড়ে ১১টায় বাস্তবায়নের উপায় নিয়ে তৃতীয় দিনের মতো বসছে কমিশনের সভা। এর আগে গত বৃহস্পতিবার ও রোববার দলগুলোর সাথে সনদ বাস্তবায়নের উপায় নিয়ে আলোচনায় বসে কমিশন। এর মধ্যে গত রোববার প্রধান উপদেষ্টা ও কমিশনের সভাপতি অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস জুলাই সনদ বাস্তবায়নে দলগুলোকে ঐকমত্যে আসার আহ্বান জানান।

রাজনৈতিক দলগুলোর সাথে দীর্ঘ আলোচনার মাধ্যমে জুলাই জাতীয় সনদ ২০২৫ চূড়ান্ত করেছে জাতীয় ঐকমত্য কমিশন। কিন্তু বাস্তবায়ন পদ্ধতি নিয়ে দলগুলো ঐকমত্যে না আসার কারণে সনদে স্বাক্ষর আটকে আছে। জামায়াতে ইসলামী, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ও ইসলামী আন্দোলনসহ অধিকাংশ দল আসন্ন ত্রয়োদশ জাতীয় নির্বাচনের আগেই সনদ বাস্তবায়ন চায়। এজন্য তারা আইনিভিত্তি দাবি করেছে। বাস্তবায়নের পদ্ধতি নিয়ে রাজনৈতিক দল ও বিশেষজ্ঞদের বিভিন্ন প্রস্তাব থাকলেও বেশির ভাগ দল বিশেষ সাংবিধানিক আইন জারি কিংবা গণভোটের মাধ্যমে জুলাই সনদ বাস্তবায়নের পক্ষে। তবে বিএনপিসহ সমমনা দলগুলো এখনই জুলাই সনদ বাস্তবায়নের পক্ষে নয়। আগামীতে নির্বাচিত সরকার এটি বাস্তবায়ন করবে বলে তাদের মত।

কমিশনের সহ-সভাপতি অধ্যাপক আলী রীয়াজ, সদস্য ড. বদিউল আলম মজুমদার, বিচারপতি মো: এমদাদুল হক, ড. ইফতেখারুজ্জামান, সফররাজ হোসেন ও ড. মো: আইয়ুব মিয়া এবং ঐকমত্য গঠন প্রক্রিয়ায় যুক্ত প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মনির হায়দার আজকের সভায় অংশগ্রহণ করবেন বলে জানা যায়।