ক্যারিবিয়ান সাগরে মার্কিন হামলা স্বৈরাচারী কাজ : গুস্তাভো পেট্রো

Printed Edition

বিবিসি

ক্যারিবিয়ান সাগরে কথিত মাদকপাচারকারী নৌযানে যুক্তরাষ্ট্রের বিমান হামলাকে ‘স্বৈরাচারী কাজ’ বলে অভিহিত করেছেন কলম্বিয়ার প্রেসিডেন্ট গুস্তাভো পেট্রো। তিনি বলেন, ‘আপনি যদি খুব সহজেই একটি নৌযানকে থামাতে ও এর ক্রুদের গ্রেফতার করতে পারেন, তাহলে ক্ষেপণাস্ত্র ছুড়ছেন কেন? এটাকে খুনই বলা হবে।’ বিবিসিকে দেয়া এক সাক্ষাৎকারে পেট্রো জানান, তদন্তে যদি দেখা যায় এসব হামলায় কলম্বিয়ান নাগরিক নিহত হয়েছেন, তবে তিনি মার্কিন কর্মকর্তাদের বিরুদ্ধে ফৌজদারি মামলা দায়েরের আহ্বান জানাবেন।

চলতি মাসে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সরাসরি নির্দেশে চালানো অন্তত তিনটি হামলায় ১৭ জন নিহত হয়েছেন বলে জানিয়েছে যুক্তরাষ্ট্রভিত্তিক সংবাদমাধ্যম। এসব হামলার বৈধতা নিয়ে প্রশ্ন তুলেছেন আন্তর্জাতিক মানবাধিকার বিশেষজ্ঞ ও ওয়াশিংটনের ডেমোক্র্যাটিক আইনপ্রণেতারা। জাতিসঙ্ঘের বিশেষজ্ঞরা একে ‘বিচারবহির্ভূত হত্যা’ বলে অভিহিত করেছেন।

পেট্রো বলেন, ‘আমাদের আমেরিকান সংস্থাগুলোর সাথে দীর্ঘ সহযোগিতার ইতিহাস রয়েছে। এর আগে কখনো কারো মৃত্যু হয়নি। কাউকে হত্যা করার কোনো দরকার নেই। তিনি বলের আনুপাতিকতার নীতির প্রসঙ্গ টেনে বলেন, ‘যদি পিস্তলের চেয়ে বেশি কিছু ব্যবহার করা হয়, তবে তা নীতিভঙ্গ।’