‘ইরান-সমর্থিত হাউছি’ বলা হলে ‘যুক্তরাষ্ট্র সমর্থিত আইডিএফ’ বলা হয় না কেন?

বিবিসির পক্ষপাতিত্বের তীব্র সমালোচনা জোহরান মামদানির

বিবিসি কখনোই ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে ‘অভিযুক্ত যুদ্ধাপরাধী’ হিসেবে উল্লেখ করে না, বা ‘যুক্তরাষ্ট্র-সমর্থিত ইসরাইলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ)’ বলেও পরিচয় দেয় না।

নয়া দিগন্ত ডেস্ক
Printed Edition
জোহরান মামদানি
জোহরান মামদানি

ইসরাইল-গাজা যুদ্ধ নিয়ে সংবাদ প্রচারের ধরন নিয়ে ব্রিটেনের পাবলিক ব্রডকাস্টার বিবিসিকে তীব্র সমালোচনা করেছেন নিউ ইয়র্ক সিটির মেয়র পদপ্রার্থী এবং ডেমোক্র্যাট প্রার্থী জোহরান মামদানি। তিনি বলেছেন, বিবিসি কখনোই ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে ‘অভিযুক্ত যুদ্ধাপরাধী’ হিসেবে উল্লেখ করে না, বা ‘যুক্তরাষ্ট্র-সমর্থিত ইসরাইলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ)’ বলেও পরিচয় দেয় না।

টুইটারে (এক্স) শনিবার এক পোস্টে মামদানি লেখেন, ‘বিবিসি কেন ‘ইরান-সমর্থিত হাউছি’ বা ‘হামাস-নিয়ন্ত্রিত হাসপাতাল’ এর মতো প্রসঙ্গ উল্লেখ করে, কিন্তু ‘যুক্তরাষ্ট্র-সমর্থিত আইডিএফ’ বা ‘অভিযুক্ত যুদ্ধাপরাধী বেঞ্জামিন নেতানিয়াহু’ বলে না?’ মামদানি গাজার ওপর ইসরাইলের সামরিক অভিযানে গণহত্যার অভিযোগ এনেছেন এবং ইসরাইলি বসতিতে কার্যরত কোম্পানিগুলোর সাথে সিটি প্রশাসনের সম্পর্ক ছিন্ন করার উদ্যোগ নিয়েছেন।

তিনি ইসরাইলের রাষ্ট্র হিসেবে অস্তিত্বের অধিকারকে সমর্থন করেন এবং সব পক্ষের বেসামরিক নাগরিকদের ওপর সহিংসতাকে নিন্দা জানালেও, গাজায় ইসরাইলের চলমান আগ্রাসনের কঠোর সমালোচনা করে আসছেন। এর আগে মেহদি হাসানের সাথে এক সাক্ষাৎকারে মামদানি বলেছেন, নেতানিয়াহু নিউ ইয়র্কে এলে আন্তর্জাতিক আইনের আওতায় তাকে গ্রেফতার করবেন, কারণ ইন্টারন্যাশনাল ক্রিমিনাল কোর্ট (আইসিসি) নেতানিয়াহুর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে।

গত বছরের নভেম্বরে আইসিসি গাজা ও লেবাননে সংঘাতের সময় যুদ্ধাপরাধের অভিযোগে নেতানিয়াহুর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করে। ইসরাইল বর্তমানে গাজায় ও লেবাননে আগ্রাসন চালিয়ে আসছে। ইসরাইলের হামলা নিয়ে অনেক ডেমোক্র্যাট ভোটার, এমনকি ইহুদিরাও অসন্তুষ্ট। বিশেষ করে তরুণ প্রজন্মের প্রগতিশীল ভোটারদের মধ্যে ইসরাইলবিরোধী মনোভাবকে আর স্বয়ংক্রিয়ভাবে ‘ইহুদিবিদ্বেষ’ হিসেবে দেখা হচ্ছে না।

মামদানি বিভিন্ন সময়ে ইহুদিবিদ্বেষের বিরুদ্ধে লড়াইয়ের অঙ্গীকার করেছেন। ‘দ্য লেট শো উইথ স্টিফেন কলবার্ট’ এ উপস্থিত হয়ে এ বিষয়ে প্রশ্নের মুখোমুখি হয়েছিলেন তিনি। অনুষ্ঠানে তার সাথে ছিলেন নিউ ইয়র্ক সিটির কম্পট্রোলার এবং ইহুদি কর্মকর্তা ব্র্যাড ল্যান্ডার, যিনি মামদানিকে সমর্থন করেছেন। মামদানি ঘৃণামূলক অপরাধ প্রতিরোধ কর্মসূচির বাজেট ৮০০ ভাগ বাড়ানোর প্রতিশ্রুতিও দিয়েছেন।

এদিকে ইসরাইলের কট্টর সমর্থক সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ডট্র্রাম্প মামদানিকে ‘কমিউনিস্ট উন্মাদ’ বলে আখ্যা দিয়ে বলেছেন, নিউ ইয়র্ক সিটিকে ‘ধ্বংসের হাত থেকে রক্ষা’ করবেন তিনি।ট্র্রাম্প তার সামাজিক যোগাযোগমাধ্যমট্র্রুথ সোশালে লিখেছেন, ‘মার্কিন প্রেসিডেন্ট হিসেবে আমি এই কমিউনিস্ট উন্মাদকে নিউ ইয়র্ক ধ্বংস করতে দেব না। নিশ্চিন্ত থাকুন, আমার হাতে সব দায়িত্ব, সব কার্ড। আমি নিউ ইয়র্ক সিটিকে রক্ষা করব এবং আবার ‘হট’ এবং ‘ গ্রেট’ করে তুলব, যেমনটা ভালো পুরনো আমেরিকাকে করেছিলাম!’

এনডিটিভি