এসপির প্রেস ব্রিফিং

যশোরে বিএনপি নেতা হত্যায় জামাই জড়িত

Printed Edition

যশোর অফিস

যশোরে বিএনপি নেতা আলমগীর হোসেন হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগে মেয়ের জামাইসহ দু’জনকে আটক করেছে পুলিশ। এ ঘটনায় নিহতের স্ত্রী শামীমা বেগম বাদি হয়ে আটক দু’জনসহ অজ্ঞাত ছয়-সাতজনকে আসামি করে কোতোয়ালি থানায় হত্যা মামলা করেছেন।

আটকরা হলেন, যশোর পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর বিএনপি নেতা শংকরপুর ইসহাক সড়কের বাসিন্দা অ্যাডভোকেট জুলফিকার আলী জুলুর ছেলে ও নিহত আলমগীর হোসেনের মেয়ের জামাই বাসেদ আলী পরশ ও একই এলাকার মৃত মতিন দারোগার ছেলে আসাবুল ইসলাম সাগর।

গতকাল যশোরের পুলিশ সুপার সৈয়দ রফিকুল এক প্রেস ব্রিফিংয়ে হত্যাকাণ্ড সম্পর্কে সাংবাদিকদের এ তথ্য দেন।

আলমগীর হোসেন হত্যা মামলায় আটক বাসেদ আলী পরশ ও আসাবুল ইসলাম সাগরকে গতকাল আদালতে সোপর্দ করেছে পুলিশ। পরে বিচারক দু’জনকে কারাগারে পাঠানোর আদেশ দেন।