কারাগারে অসুস্থ হয়ে ঢাকা মেডিক্যালে কামাল মজুমদার

নিজস্ব প্রতিবেদক
Printed Edition

কেন্দ্রীয় কারাগারে অসুস্থ হয়ে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি হয়েছেন সাবেক শিল্পমন্ত্রী কামাল আহমেদম মজুদার (৭৫)। মঙ্গলবার রাতে কেন্দ্রীয় কারাগারে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন তিনি। পরে তাকে দ্রুত ঢাকা মেডিক্যালের সার্জারি বিভাগে ভর্তি করা হয়।

ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো: ফারুক জানান, কেন্দ্রীয় কারাগারে হঠাৎ সাবেক শিল্পমন্ত্রী অসুস্থ হয়ে পড়লে কারারক্ষীরা দ্রুত ঢাকা মেডিক্যালের জরুরি বিভাগে নিয়ে আসেন। পরে চিকিৎসকরা তার স্বাস্থ্য পরীক্ষা করে হাসপাতালে ভর্তি করেন।