পার্বত্য সঙ্কটের জাতীয় সমাধান প্রয়োজন : দেবপ্রিয়

Printed Edition

রাঙ্গামাটি প্রতিনিধি

পার্বত্য চট্টগ্রামের জটিল সঙ্কটকে আঞ্চলিক নয়, বরং জাতীয় সমস্যা উল্লেখ করে দ্রুত সমাধানের আহ্বান জানিয়েছেন সিপিডির ফেলো ড. দেবপ্রিয় ভট্টাচার্য। গতকাল রাঙ্গামাটিতে নাগরিক প্ল্যাটফর্ম আয়োজিত প্রাক্-নির্বাচনী আঞ্চলিক পরামর্শ সভায় তিনি আরো বলেন, এই অঞ্চলের স্থায়ী শান্তির জন্য প্রয়োজন জাতীয় আলোচনার ভিত্তিতে রাজনৈতিক প্রতিশ্রুতি।

রাঙ্গামাটির বার্গি লেক ভ্যালি সম্মেলন কক্ষে ‘নব নির্বাচিত সরকারের কাছে আপনার প্রধান দাবি কী’ শীর্ষক আঞ্চলিক এ পরামর্শ সভা অনুষ্ঠিত হয়।

সভা শেষে সাংবাদিকদের ড. দেবপ্রিয় বলেন, পাহাড়ে এমন পরিস্থিতি তৈরি হয়েছে যা জাতীয় সমাধান ছাড়া সম্ভব নয়। স্থানীয় বৈশিষ্ট্য ও সবার অধিকারের স্বীকৃতি দিয়ে নির্বাচনপূর্ব ইশতেহারেই রাজনীতিবিদদের সমাধানের পথরেখা ঘোষণা করা উচিত।

তিনি আরো বলেন, দেশে ভীতিমুক্ত ভোটার, প্রভাবমুক্ত প্রশাসন এবং কার্যকর আইনশৃঙ্খলা বলয় এখনো দৃশ্যমান নয়। তফসিল পরবর্তী সময়ে সরকার, নির্বাচন কমিশন ও সেনাবাহিনীর নিরপেক্ষ ভূমিকা প্রত্যাশা করি।

এ সময় ভূ-রাজনৈতিক উত্তেজনায় একাধিক দেশের সম্পৃক্ততা জাতীয় নিরাপত্তার জন্য গুরুত্বপূর্ণ হয়ে উঠছে বলেও মন্তব্য করেন ড. দেবপ্রিয়।

পরামর্শ সভায় শিক্ষক, আইনজীবী, হেডম্যান-কার্বারি, নারী অধিকারকর্মী, পরিবেশকর্মীসহ বিভিন্ন শ্রেণী- পেশার মানুষ অংশ নেন। সুষ্ঠু নির্বাচন, দুর্নীতি দমন, সংস্কার এবং জনপ্রতিনিধিদের জবাবদিহি নিশ্চিতকরণের দাবি তুলে ধরেন তারা। সেই সাথে আগামীর সরকারের জন্য নাগরিক ইশতেহার প্রণয়নে ন্যায্য, জবাবদিহিমূলক ও সমতাভিত্তিক বাংলাদেশের লক্ষ্যে বিভিন্ন প্রস্তাব উপস্থাপন করেন।