তানযীমুল উম্মাহ আলিম মাদরাসায় ইংলিশ কোর্স সমাপনী ও আন্তঃক্লাস ডিবেট অনুষ্ঠিত

Printed Edition

গাজীপুর মহানগর প্রতিনিধি

উত্তরায় তানযীমুল উম্মাহ আলিম মাদরাসায় ইংলিশ কোর্সের সমাপনী অনুষ্ঠান এবং আন্তঃক্লাস পার্লামেন্টারি ইংলিশ ডিবেট প্রতিযোগিতা গতকাল অনুষ্ঠিত হয়েছে। বাংলা ভাষার পাশাপাশি ইংরেজি ভাষা চর্চাকে উৎসাহিত করা এবং ইসলামের দাওয়াতকে আন্তর্জাতিক পরিমণ্ডলে তুলে ধরার লক্ষ্যেই ডিবেট, গল্প বলা ও প্রেজেন্টেশনের সমন্বয়ে আয়োজন করা হয় এ ব্যতিক্রমী অনুষ্ঠান। অনুষ্ঠানের বিশেষ অতিথি তানযীমুল উম্মাহ ফাউন্ডেশনের সিনিয়র ভাইস চেয়ারম্যান ড. আব্দুল্লাহ আল মামুন বলেন, “তানযীমুল উম্মাহ আলিম মাদরাসার প্রতিষ্ঠার উদ্দেশ্যই হলো ইসলামী শিক্ষাকে আধুনিক জ্ঞানচর্চার সাথে সমন্বয় করা, যাতে এখানকার শিক্ষার্থীরা দেশের প্রতিটি গুরুত্বপূর্ণ সেক্টরে নিজেদের দক্ষতার পরিচয় দিতে পারে।”

প্রধান অতিথির বক্তব্যে ফাউন্ডেশনের চেয়ারম্যান হাবীবুল্লাহ মুহাম্মদ ইকবাল বলেন, “তানযীমুল উম্মাহর শিক্ষার্থীরা মাদরাসা শিক্ষার ভিত্তি ধারণ করে ইংরেজি ও আরবি ভাষায় পারদর্শিতা অর্জনের মাধ্যমে আন্তর্জাতিক অঙ্গনে ইসলামের সুমহান শিক্ষা প্রচার করবে এটাই আমাদের প্রত্যাশা।”

সভাপতির বক্তব্যে ভারপ্রাপ্ত প্রিন্সিপাল আবদুল্লাহ মামুন বলেন, “আমরা চাই, আমাদের শিক্ষার্থীরা ইংরেজি শিক্ষায় দক্ষ হয়ে আধুনিক বিশ্বের চ্যালেঞ্জ মোকাবেলায় এগিয়ে আসুক এবং বিশ্বে শান্তি প্রতিষ্ঠায় অবদান রাখুক।”

ডিবেট প্রতিযোগিতায় বিচারকের দায়িত্ব পালন করেন টেক পার্ক ইংলিশের রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট অফিসার আবরারুল হক।

অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন ভাইস-প্রিন্সিপাল এরশাদুল্লাহ আযহারী, অ্যাসিস্ট্যান্ট কো-অর্ডিনেটর দেলোয়ার হোসেন, টেক পার্ক ইংলিশের ট্রেইনার সাইয়্যেদ হোসাইনসহ অন্য শিক্ষকবৃন্দ।