চট্টগ্রামে অংকুর বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত

Printed Edition

চট্টগ্রাম ব্যুরো

শিক্ষার্থীদের সুপ্ত প্রতিভার সুষম বিকাশে প্রতি বছরের ন্যয় এবারো বন্দরনগরী চট্টগ্রামের সর্ববৃহৎ বেসরকারি বৃত্তি প্রকল্প অংকুর বৃত্তি পরীক্ষা-২৫ গতকাল শুক্রবার সকাল ১০টায় নগরীর বিভিন্ন কেন্দ্রে একযোগে অনুষ্ঠিত হয়েছে।

চট্টগ্রাম মহানগরের বিভিন্ন সরকারি ও বেসরকারি স্কুলের ৪র্থ থেকে ১০ম শ্রেণীর শিক্ষার্থীরা এই আয়োজনে অংশগ্রহণ করে। শহরের বিভিন্ন অঞ্চলে ১২টি কেন্দ্রে মোট ১০ সহস্রাধিক শিক্ষার্থীর অংশগ্রহণে পরিবেশ মুখরিত ছিল। বৃত্তি পরীক্ষাকে ঘিরে শিক্ষার্থী ও অভিভাবকদের মাঝে উৎসব ও খুশির আমেজ বিরাজমান ছিল।

মেধা ও সৃজনশীলতার অবমূল্যায়নের সন্ধিক্ষণে কোমলমতি শিক্ষার্থীদের মেধা ও মনন বিকাশে এবং নৈতিক উৎকর্ষ সাধনের লক্ষ্যে প্রতিযোগিতামূলক এমন বৃত্তি পরীক্ষার আয়োজন বলে উল্লেখ করেন অংকুর বৃত্তি প্রকল্পের চেয়ারম্যান ‘অধ্যক্ষ প্রফেসর মোহাম্মদ নুরুন্নবী’।

প্রধান অতিথি ছিলেন অংকুরের কেন্দ্রীয় উপদেষ্টা, ডাকসুর জিএস এস এম ফরহাদ এ সময়ে তিনি কয়েকটি কেন্দ্র পরিদর্শন করে অংকুরের সুশৃঙ্খল আয়োজনের ভূয়সী প্রশংসা করেন। এতে আরো উপস্থিত ছিলেন বৃত্তি প্রকল্পের উত্তর জোনের প্রধান উপদেষ্টা তানজীর হোসেন। আহ্বায়ক মুমিনুল হক, সদস্য সচিব সালাউদ্দিন আকাশ এবং অংকুরের বিভিন্ন অঞ্চল ও জোনের পরিচালকরা।

এ ছাড়াও অতিথি হিসেবে হল পরিদর্শনে আসেন বিভিন্ন সরকারি ও বেসরকারি স্কুলের সম্মানিত শিক্ষক ও শিক্ষানুরাগী ব্যক্তিবর্গ। অংকুর বৃত্তি প্রকল্পের উত্তর জোনের সদস্যসচিব সালাউদ্দিন আকাশ বৃত্তি প্রকল্পের সব কার্যনির্বাহী, অভিভাবক, শিক্ষার্থী ও সংশ্লিষ্ট সবার প্রতি কৃতজ্ঞতা ও ধন্যবাদ জ্ঞাপন করেন।