মিরসরাই (চট্টগ্রাম) সংবাদদাতা
চট্টগ্রামের মিরসরাইয়ে পরিবারের সদস্যদের গলায় ছুরি ধরে বেঁধে রেখে স্বর্ণালঙ্কার, টাকা ও মূল্যবান সামগ্রী লুট করেছে একদল ডাকাত। গত বৃহস্পতিবার দিবাগত রাতে উপজেলার ১২ নম্বর খৈয়াছরা ইউনিয়নের নিজতালুক এলাকার আব্দুল মজিদ মিস্ত্রি বাড়িতে এ ডাকাতির ঘটনা ঘটে।
ভুক্তভোগী নূর উদ্দিন জানান, রাত ৩টার দিকে ১০-১৫ জনের একটি মুখোশধারী ডাকাতদল তাদের ঘরের দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে। তারা সবার গলায় ধারাল ছুরি ধরে জিম্মি করে ফেলে। এর পর ঘরের আলমারি তছনছ করে সব স্বর্ণালঙ্কার ও টাকা লুট করে নিয়ে যায়। তিনি আরও জানান, ডাকাতরা সবাই ধারালো অস্ত্র নিয়ে এসেছিল। তাদের মুখ ঢাকা ছিল কাপড়ে। ভয় দেখিয়ে ঘরের সবাইকে এক কোণায় আটকে রাখে তারা। ডাকাতি শেষ করে ডাকাতদল চলে যাওয়ার পরও বাড়ির সবাই আতঙ্কে রাত কাটায়। স্থানীয় বাসিন্দা নূরনবী করিম বাবলু বলেন, বাড়িটি ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পাশে হওয়ায় ডাকাতরা খুব সহজেই ঘটনাস্থল থেকে পালিয়ে যেতে পেরেছে। ফজরের আজানের সময় মসজিদের মুয়াজ্জিন কান্নার শব্দ শুনতে পেয়ে সবাইকে অবহিত করেন। পরে প্রতিবেশীরা ঘটনাস্থলে এসে দেখতে পান পুরো ঘর তছনছ করা। খবর পেয়ে মিরসরাই থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। মিরসরাই থানার ওসি আতিকুর রহমান বলেন, বিষয়টি গুরুত্বসহকারে তদন্ত করা হচ্ছে এবং জড়িতদের শনাক্তে অভিযান চলছে।



