বাসাইল (টাঙ্গাইল) সংবাদদাতা
টাঙ্গাইলের বাসাইল উপজেলায় বংশাই নদীর ভাঙনে সুন্না-কল্যাণপুর ভায়া গিলাবাড়ী সড়কের একটি গুরুত্বপূর্ণ অংশ মারাত্মক ঝুঁকিতে পড়েছে। উপজেলার গিলাবাড়ী-কল্যাণপুর সংযোগস্থলের ‘লালমিয়ার দহ’ এলাকায় নদীভাঙনে পাকা সড়কের বড় অংশ এরই মধ্যে নদীতে বিলীন হয়েছে। ফলে সিএনজি, ভ্যান, মোটরসাইকেলসহ সব ধরনের যানবাহন ঝুঁকি নিয়ে চলাচল করছে।
এলাকাবাসীর আশঙ্কা, বর্ষা শুরুর আগে ভাঙনরোধে বাঁধ নির্মাণ না করা হলে শিক্ষার্থীসহ সাধারণ মানুষের যাতায়াতে চরম দুর্ভোগ নেমে আসবে। একই সাথে গিলাবাড়ী, কল্যাণপুর ও বার্থা মৌজার শত শত একর ফসলি জমি বালুমাটিতে ঢেকে কৃষিকাজ ব্যাহত হওয়ার শঙ্কা রয়েছে। এই সড়ক দিয়ে কল্যাণপুর গ্রামের শিক্ষার্থীরা গিলাবাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয়, সুন্না আব্বাসিয়া হাইস্কুল, সুন্না সম্মিলিত আলিম মাদরাসা ও পার্শ্ববর্তী দাড়িয়াপুর উচ্চবিদ্যালয়ে যাতায়াত করে। এছাড়া স্থানীয় লোকজন ইউনিয়ন পরিষদসহ আশপাশের এলাকায় চলাচল করেন।
স্থানীয় কৃষক গোলাম রব্বানী বলেন, প্রতি বছর কার্যকর ব্যবস্থা না নেয়ায় নদীভাঙনে কৃষিজমি নষ্ট হচ্ছে। দ্রুত ভাঙনরোধ না করা হলে বড় ক্ষতি হবে। সুন্না আলিম মাদরাসার শিক্ষক মীর আবুল কালাম আজাদ বলেন, বর্ষার আগে ব্যবস্থা না নিলে শিক্ষার্থীদের দুর্ভোগ আরো বাড়বে।
এ বিষয়ে উপজেলা এলজিইডির প্রকৌশলী কাজী ফাত্তাউর রহমান বলেন, আপাতত সড়কের পার্শ্বদেশ বাড়িয়ে চলাচল নিরাপদ করা হচ্ছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা আকলিমা আক্তার জানান, সড়কটি মেরামত ও ভাঙন প্রতিরোধে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হচ্ছে।



