শৈলকুপা-১ আসনে বিএনপির দোয়া মাহফিল

Printed Edition

শৈলকুপা (ঝিনাইদহ) সংবাদদাতা

শৈলকুপা উপজেলার ৮নং ধলহরাচন্দ্র ইউনিয়ন বিএনপির উদ্যোগে সাবেক প্রধানমন্ত্রী বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রূহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার সন্ধ্যায় ডাউটিয়া বাজারে এ দোয়া মাহফিল হয়। ধলহরাচন্দ্র ইউনিয়ন বিএনপির সভাপতি ও সাবেক চেয়ারম্যান আব্দুল বারী মোল্লার সভাপতিত্বে ও ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মহিউদ্দিন জোয়াদ্দারের পরিচালনায় দোয়া মাহফিলে প্রধান অতিথি ছিলেন- ঝিনাইদহ-১ শৈলকুপা আসনের বিএনপির মনোনীত এমপি প্রার্থী অ্যাডভোকেট আসাদুজ্জামান।