শৈলকুপা (ঝিনাইদহ) সংবাদদাতা
শৈলকুপা উপজেলার ৮নং ধলহরাচন্দ্র ইউনিয়ন বিএনপির উদ্যোগে সাবেক প্রধানমন্ত্রী বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রূহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার সন্ধ্যায় ডাউটিয়া বাজারে এ দোয়া মাহফিল হয়। ধলহরাচন্দ্র ইউনিয়ন বিএনপির সভাপতি ও সাবেক চেয়ারম্যান আব্দুল বারী মোল্লার সভাপতিত্বে ও ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মহিউদ্দিন জোয়াদ্দারের পরিচালনায় দোয়া মাহফিলে প্রধান অতিথি ছিলেন- ঝিনাইদহ-১ শৈলকুপা আসনের বিএনপির মনোনীত এমপি প্রার্থী অ্যাডভোকেট আসাদুজ্জামান।



