পঞ্চগড় সীমান্তে ৬টি ভারতীয় গরু আটক

Printed Edition

পঞ্চগড় প্রতিনিধি

পঞ্চগড়ের সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে প্রায় সাড়ে চার লাখ টাকা মূল্যের ছয়টি ভারতীয় গরু আটক করেছে বিজিবি। রোববার ভোরে জেলার বোদা উপজেলার বড়শশী ইউনিয়নের বগদুলঝুলা সীমান্ত এলাকা থেকে গরুগুলো আটক করা হয়।

বিজিবি সূত্রে জানায়, অভিযান চালিয়ে ভারত থেকে অবৈধ পথে নিয়ে আসা মোট ছয়টি মালিকবিহীন গরু আটক করা হয়। আটককৃত গরুরগুলোর আনুমানিক মূল্য প্রায় চার লাখ ৫০ হাজার টাকা। ৫৬ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল বদরুদ্দোজা জানান, সদর দফতর বিজিবির নির্দেশনা অনুযায়ী সীমান্ত এলাকায় চোরাচালান প্রতিরোধে নিয়মিত আভিযানিক কার্যক্রম ও গোয়েন্দা নজরদারি অব্যাহত রয়েছে। মাদকদ্রব্যসহ সব ধরনের চোরাচালান রোধে বিজিবি সর্বদা কঠোর অবস্থানে রয়েছে।