রোমাঞ্চকর জয় রংপুরের

Printed Edition

ক্রীড়া প্রতিবেদক

বল হাতে মোস্তাফিজুর আবার প্রমাণ করে দিলে ডেথ ওভারে তিনি কেন সেরা। ঢাকার জয়ের জন্য প্রয়োজন ছিল শেষ ওভারে ১০ রান। কাটার মাস্টার বোলিংয়ে এসে দিলেন যথাক্রমে ১, ০, ০, ১, ১ ও ১। সাব্বির চার বল খেলে করলেন দুই রান আর মিঠুন দুই বলে দুই রান। তাতে ঢাকা থামল ৪ উইকেটে ১৫০ রানে। ৫ রানের এই জয়ে ৪ ম্যাচে ৩ জয় ১ পরাজয়ে দ্বিতীয় স্থানে উঠে এল রংপুর রাইডার্সরা। আর ঢাকা ক্যাপিটালস সমান ম্যাচে দুই পয়েন্টে পঞ্চম স্থানে।

রংপুরের টপ অর্ডার ধ্বসের পর চাপের মুখে মিডল অর্ডারে অভিজ্ঞ মাহমুদুল্লাহ রিয়াদ ও ডেভিড মালান দুর্দান্ত ব্যাটিং করার পর দুর্দান্ত ফিনিশিং খুশদিল শাহর। তাতে টস হেরে আগে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেটে ১৫৫ রান রংপুর রাইডার্সের ব্যাটাররা। দলের হয়ে সর্বোচ্চ ৫১ রান করেছেন মাহমুদুল্লাহ। জবাবে ৪ উইকেটে ১৫০ রান করে ৫ রানে হারল ঢাকা। দলের হয়ে অপরাজিত ৫৬ রান করেন অধিনায়ক মোহাম্মদ মিঠুন ।

৩০ রানেই ৩ উইকেট হারানোর পর মাহমুদুল্লাহ ও মালান মিলে চতুর্থ উইকেট জুটিতে ৫৪ বলে করেন ৭৪ রান। মাহমুদুল্লাহ ৪১ বলে ৭ চারে ৫১ রানে বিদায় হন তাসকিনের বলে। শেষদিকে খুশদিল শাহ ২১ বলে অপরাজিত ৩৮ এবং নুরুল হাসান সোহান ৭ রানে অপরাজিত থাকলে ৫ উইকেটে ১৫৫ তে থামে রংপুর। জিয়াউর রহমান দু’টি, ইমাদ, তাসকিন ও সাইফউদ্দিন একটি করে উইকেট নেন।

জবাবে ঢাকার শুরুটা ছিল আশা জাগানিয়া। গুরবাজের ৩১, আব্দুল্লাহ আল মামুনের ২০, শামীমের ১১, সাইফ হাসান ১৫ ও একপান্ত আগলে মিঠুন ৫৪ রানে আশার আলো দেখছিল। শেষ ওভারে মোস্তাফিজের বল এলোমেলো করে দিল। জয়ের জন্য প্রয়োজন ১০ রান প্রয়োজন থাকলেও মোস্তাফিজ দিলেন মাত্র ৪ রান। তাতেই ঢাকার হার ৫ রানে।