পাকুন্দিয়ায় অবহেলিত চর আলগী গ্রাম মাদকের এক অভয়ারণ্য

গ্রামবাসীর বিক্ষোভ ও মানববন্ধন

মুহিব্বুল্লাহ বচ্চন, পাকুন্দিয়া (কিশোরগঞ্জ)
Printed Edition

চার দিকে নদীবেষ্টিত বিচ্ছিন্ন একটি গ্রাম, নাম চর আলগী। এখানে নেই মানসম্মত শিক্ষা, স্বাস্থ্যসেবা বা যোগাযোগব্যবস্থা। অথচ প্রায় দুই হাজার মানুষের বসবাস এই দ্বীপসদৃশ গ্রামটি দীর্ঘদিন ধরে পড়ে আছে অবহেলা অযতেœ। প্রশাসনের অনুপস্থিতি ও দুর্বল আইনশৃঙ্খলার এমন সুযোগে গ্রামটি এখন পরিণত হয়েছে মাদক কারবারিদের নিরাপদ আশ্রয়ে। এমনকি ৯৯৯-এ ফোন করলেও পুলিশ সেখানে যায় না বলে অভিযোগ স্থানীয়দের।

কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলার চর ফরাদী ইউনিয়নের ব্রহ্মপুত্র নদের মাঝখানে গড়ে ওঠা চর আলগী শত বছর ধরে মানুষের বসতি। চার শ’ পরিবারের এই গ্রামে রয়েছে মাত্র একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়। শতাধিক শিক্ষার্থী নৌকায় পার হয়ে গফরগাঁওয়ে পড়তে যায় প্রতিদিন।

গ্রামের কয়েকজন প্রভাবশালী যুবক প্রকাশ্যে মাদক সেবন-বাণিজ্য চালালেও প্রশাসনের কার্যকর পদক্ষেপ নেই বলে অভিযোগ রয়েছে। দূর-দূরান্তের কারবারিরাও তাদের সহায়তায় দীর্ঘদিন ধরে এখানে মাদক বিক্রি করছে- যার ফলে তরুণ প্রজন্ম ক্রমেই চলে যাচ্ছে বিপথে।

এই পরিস্থিতির প্রতিবাদে গত বুধবার দুপুরে শতাধিক নারী-পুরুষ ও শিক্ষার্থীরা একটি বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেন। মিছিলটি গ্রামের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে মাদকবিরোধী স্লোগান তোলে। মানববন্ধনে বক্তারা বলেন, মাদক ও অপরাধীদের দৌরাত্ম্য ঠেকাতে দ্রুত প্রশাসনিক হস্তক্ষেপ জরুরি।

মানববন্ধনে বক্তব্য রাখেন মধ্যপাড়া জামে মসজিদের সভাপতি মজনু মিয়া, পশ্চিমপাড়ার সভাপতি রহিম উদ্দীন, ইমাম আলামিন মুন্সি, সাবেক শিক্ষক নুরুল ইসলাম, সমাজসেবক জুয়েল রানা, কৃষক আবুল হোসেন, সবুজ মিয়া, শিক্ষার্থী ফারদিয়া ও লিজামনি।

পাকুন্দিয়া থানার পরিদর্শক (তদন্ত) মোবারক হোসেন বলেন, গ্রামবাসীর সচেতনতার উদ্যোগ প্রশংসনীয়। এখন থেকে মাদক, জুয়া ও গরু চুরি রোধে পুলিশ আরো জোরালো উদ্যোগ নেবে।

অবহেলিত এই গ্রামকে বাঁচাতে যোগাযোগব্যবস্থা উন্নয়ন, শিক্ষা-স্বাস্থ্য সুযোগ বৃদ্ধি ও নিয়মিত আইনশৃঙ্খলা অভিযান পরিচালনার দাবি জানিয়েছেন এলাকাবাসী।