দুপচাঁচিয়া (বগুড়া) সংবাদদাতা
বগুড়ার দুপচাঁচিয়া উপজেলা প্রেস ক্লাবের সভাপতি হিসেবে আবু কালাম আজাদ এবং সাধারণ সম্পাদক হিসেবে গোলাম মুক্তাদির সবুজকে পুনরায় নির্বাচিত করা হয়েছে। শুক্রবার সকালে দুপচাঁচিয়া উপজেলা প্রেস ক্লাব কার্যালয়ে অনুষ্ঠিত বার্ষিক সাধারণ সভায় সর্বসম্মতিক্রমে আগামী এক বছরের জন্য এ কমিটি গঠন করা হয়। সভায় সভাপতিত্ব করেন আবু কালাম আজাদ এবং পরিচালনা করেন গোলাম মুক্তাদির সবুজ।
সভায় সহসভাপতি এম ডি শিমুল, যুগ্ম সাধারণ সম্পাদক আবু রায়হান প্রামানিক, সাংগঠনিক সম্পাদক উজ্জ্বল চক্রবর্তী শিশির, সদস্য আবু আবদুল্লাহ প্রিন্স, অরবিন্দ কুমার দাস, আজিজুল হক ও শহীদুর রহমান বক্তব্য দেন। সভা শুরুর আগে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে তার রূহের মাগফিরাত কামনা করে এক মিনিট নীরবতা পালন করা হয়।
পরে সর্বসম্মতিক্রমে গঠিত নতুন কমিটিতে এম ডি শিমুল ও শহীদুর রহমানকে সহসভাপতি, আবু রায়হান প্রামানিককে যুগ্ম সাধারণ সম্পাদক, খাইরুল ইসলাম দেওয়ানকে কোষাধ্যক্ষ এবং উজ্জ্বল চক্রবর্তী শিশিরকে সাংগঠনিক সম্পাদক করা হয়।



