এবার বোমাতঙ্ক : উড্ডয়নের কিছু সময় পরই থাইল্যান্ডে ফিরে গেল এয়ার ইন্ডিয়ার ফ্লাইট

রয়টার্স
Printed Edition
এবার বোমাতঙ্ক : উড্ডয়নের কিছু সময় পরই থাইল্যান্ডে ফিরে গেল এয়ার ইন্ডিয়ার ফ্লাইট
এবার বোমাতঙ্ক : উড্ডয়নের কিছু সময় পরই থাইল্যান্ডে ফিরে গেল এয়ার ইন্ডিয়ার ফ্লাইট

আহমদাবাদে ড্রিমলাইনার বিধ্বস্ত হওয়ার রেশ কাটতে না কাটতেই এবার বোমাতঙ্কের কারণে থাইল্যান্ডে ফিরে জরুরি অবতরণে বাধ্য হয়েছে এয়ার ইন্ডিয়ার একটি ফ্লাইট। দিল্লিগামী এআই-৩৭৯ ফ্লাইটটি স্থানীয় সময় গতকাল শুক্রবার সকাল সাড়ে ৯টার দিকে থাইল্যান্ডের ফুকেট থেকেই উড্ডয়ন করেছিল। কিছুক্ষণ পরই উড়োজাহাজে বোমা হামলা হওয়ার হুমকি পাওয়া যায়।

তৎক্ষণাৎ পাইলটরা উড়োজাহাজটিকে আন্দামান সাগর থেকে ঘুরিয়ে থাইল্যান্ডের দক্ষিণাঞ্চলের ফুকেট বিমানবন্দরেই নিয়ে আসেন। জরুরি অবতরণের পর উড়োজাহাজ থেকে ১৫৬ যাত্রীর সবাইকে নিরাপদে সরিয়ে নেয়া হয়েছে বলে বিমানবন্দরের এক কর্মকর্তা জানিয়েছেন।

বোমা হামলার হুমকির বিষয়ে বিস্তারিত জানা যায়নি। এয়ার ইন্ডিয়ার কাছ থেকেও তাৎক্ষণিক কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। একদিন আগেই বৃহস্পতিবার ভারতের গুজরাটের আহমেদাবাদে এয়ার ইন্ডিয়ার একটি বোয়িং ড্রিমলাইনার উড্ডয়নের পরপরই বিধ্বস্ত হয়ে ২৪০ জনের বেশি মানুষের মৃত্যু হয়েছে।

গত বছর ভারতের বিভিন্ন এয়ারলাইন্স ও বিমানবন্দর একের পর এক ভুয়া বোমা হামলার হুমকি পেয়েছিল। এর মধ্যে প্রথম ১০ মাসেই এ ধরনের হুমকি মিলেছিল প্রায় এক হাজার, আগের বছরের একই সময়ের তুলনায় যা ছিল প্রায় ১০ গুণ বেশি। এয়ার ইন্ডিয়া এর আগে ভারত সরকারের নিয়ন্ত্রণে থাকলেও ২০২২ সালে এটি টাটা গ্রুপের হাতে চলে যায়। ২০২৪ সালে টাটা গ্রুপ এয়ার ইন্ডিয়ার সাথে ভিস্তারাকে এক করে ফেলে। এর আগে টাটা সিঙ্গাপুর এয়ারলাইন্সের সাথে মিলে ভিস্তারা এয়ারলাইন্স বানিয়েছিল।