নতুন কলেবরে পাঠ্যবইয়ে যুক্ত হচ্ছে জুলাই গণ-অভ্যুত্থান

অনুমোদনের জন্য এনসিসিসির সভায় উপস্থাপন ১৮ আগস্ট

২০২৫ সালের পাঠ্যবইয়ে শুধু বাংলা এবং ইংরেজি সাহিত্যেই জুলাই অভ্যুত্থান যুক্ত করা হয়েছিল। তবে এবার বাংলা এবং ইংরেজি সাহিত্য ছাড়াও ইতিহাস ও বাংলাদেশ বিশ্বপরিচয় বইয়ে জুলাই এবং পূর্বাপর সব ঘটনা যুক্ত করা হচ্ছে।

শাহেদ মতিউর রহমান
Printed Edition

২০২৬ শিক্ষাবর্ষের জন্য নতুন পাঠ্যবইয়ে বৃহৎ কলেবরে যুক্ত হচ্ছে জুলাই অভ্যুত্থানের ঘটনাপ্রবাহ। মাধ্যমিক থেকে উচ্চ মাধ্যমিক পর্যায়ের পাঠ্যবইয়ে যুক্ত করার জন্য ইতোমধ্যে নতুন কনটেন্টও প্রস্তুত করা হয়েছে। আগামী ১৮ আগস্ট সোমবার ন্যাশনাল কারিকুলাম কো-অর্ডিনেশন কমিটির (এনসিসিসি) সভায় এসব কনটেন্ট চূড়ান্ত অনুমোদনের জন্য উপস্থাপন করা হবে। সে দিন অনুমোদন পাওয়া গেলে জুলাই ঘটনার ইতিবৃত্ত বিস্তারিতভাবে নতুন পাঠ্যবইয়ে যুক্ত করা হবে। আর এভাবেই ১৯৭১ পরবর্তী দেশের নানা ঘটনার প্রেক্ষাপট ও অভ্যুত্থানের বিষয়গুলোও শিক্ষার্থীরা জানতে পারবে।

সংশ্লিষ্টরা জানান, নতুন শিক্ষাবর্ষের পাঠ্যবইয়ে গত বছরের তুলনায় আরো বেশি কনটেন্ট যুক্ত করার বিষয়ে ইতোমধ্যে সিদ্ধান্ত নেয়া হয়েছে। গত বছর অর্থাৎ ২০২৫ সালের পাঠ্যবইয়ে শুধু বাংলা এবং ইংরেজি সাহিত্যেই জুলাই অভ্যুত্থান যুক্ত করা হয়েছিল। তবে এবার বাংলা এবং ইংরেজি সাহিত্য ছাড়াও ইতিহাস ও বাংলাদেশ বিশ্বপরিচয় বইয়ে জুলাই এবং পূর্বাপর সব ঘটনা যুক্ত করা হচ্ছে।

সূত্রমতে, গত বছর ৫ আগস্টের পর নতুন পাঠ্যবয়ের পাণ্ডুলিপি প্রস্তুত করা এবং খুবই কম সময়ের মধ্যে পাঠ্যবই মুদ্রণের পর সেগুলো বছরের শুরুতে শিক্ষার্থীদের হাতে পৌঁছে দেয়া ছিল খুবই চ্যালেঞ্জিং বিষয়। তারপরও জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড এনসিটিবির কর্মকর্তারা অত্যন্ত দক্ষতার সাথে এবং একটি সম্মিলিত টিম ওয়ার্কের মাধ্যমে সেই অসম্ভব কাজটিকেই দিনরাত পরিশ্রম করে সম্ভব করেছিলেন। এবার যেহেতু হাতে পর্যাপ্ত সময় পাওয়া গেছে তাই ২০২৬ সালের পাঠ্যবইয়ে বিশেষ করে ষষ্ঠ থেকে নবম শ্রেণী পর্যন্ত সব শ্রেণীরই বাংলাদেশ ও বিশ্বপরিচয় বইয়ে জুলাই আগস্টের অভ্যুত্থানের ঘটনা বিস্তারিতভাবে তুলে ধরা হচ্ছে। একই সাথে গত বছরের ধারাবাহিকতায় সপ্তম শ্রেণীর বাংলা বইয়ে একটি কবিতার মাধ্যমে জুলাইয়ের ঘটনা প্রতীকী হিসেবে তুলে ধরা হয়েছে। অষ্টম শ্রেণীর বাংলা বইয়েও একটি গদ্য আকারে জুলাই কনটেন্ট যুক্ত করা হয়েছে। অন্য দিকে নতুন বছরের পাঠ্যবইয়ে নবম-দশম শ্রেণীর ইতিহাস বিশ্বসভ্যতা বইয়েও জুলাই কনটেন্ট যুক্ত করার বিষয়ে সিদ্ধান্ত হয়েছে।

গতকাল সোমবার এনসিটিবির একটি সূত্র জানায়, ২০২৬ সালের পাঠ্যবইয়ে জুলাই অভ্যুত্থান নিয়ে অনেক নতুন বিষয়ই যুক্ত করা হচ্ছে। আর এসব বিষয়ের কনটেন্টও ইতোমধ্যে প্রস্তুত করা হয়েছে। এখানে ১৯৭১ সাল পরবর্তী ঘটনাপ্রবাহ নতুন করে যুক্ত করা হয়েছে। বিশেষ করে ১৯৯০-এর গণ-অভ্যুত্থানের সাথে ২০২৪-এর জুলাই অভ্যুত্থানকে সংযুক্ত করে একটি লিংকআপ করা হয়েছে। এতে করে আমাদের শিক্ষার্থীরা অনেক বিষয়ই নতুন করে জানতে এবং শিখতে পারবে।

অপর দিকে উচ্চ মাধ্যমিকের পাঠ্যবইয়ে বিশেষ করে বাংলা এবং ইংরেজি সাহিত্যেও জুলাই কনটেন্ট যুক্ত করার বিষয়ে কাজ শুরু হয়েছে। ইতোমধ্যে বাংলা এবং ইংরেজির জন্য কনটেন্ট লেখার দায়িত্বও সংশ্লিষ্টদের দেয়া হয়েছে। তারা লেখাও প্রায় শেষ করেছেন। গত বছর উচ্চ মাধ্যমিকের বইয়ে জুলাই কনটেন্ট যুক্ত করার সুযোগ এবং সময় না থাকায় এ বছর বিষয়গুলো যুক্ত করা হচ্ছে। যদিও প্রথম দিকে বিষয়টি নিয়ে অনেকটাই উদাসীন ছিল এনসিটিবি। তবে নয়া দিগন্তে এ বিষয়ে সংবাদ প্রকাশের পর দেশজুড়ে ব্যাপক সমালোচনার ঝড় ওঠে। ফলে বাধ্য হয়েই শেষ মুহূর্তে এসে নতুন করে কনটেন্ট যুক্ত করার বিষয়ে নড়েচড়ে বসে এনসিটিবি। শিক্ষা মন্ত্রণালয়ও বিষয়টি নিয়ে এনসিটিবির কর্মকর্তাদের ওপর যারপরনাই ক্ষোভ প্রকাশ করে। তবে শেষ পর্যন্ত এনসিটিবি বিষয়টি নিয়ে কাজ শুরু করেছে।

সূত্র আরো জানায়, আগামী ১৮ আগস্ট সোমবার ন্যাশনাল কারিকুলাম কো-অর্ডিনেশন কমিটি এনসিসিসির সভা অনুষ্ঠিত হবে। ওই সভাতেই মূলত পাঠ্যবইয়ের মুদ্রণসংক্রান্ত যাবতীয় বিষয় পুঙ্খানুপুঙ্খভাবে বিশ্লেষণ করা হবে। একই সাথে পাঠ্যবইয়ের কোনো কনটেন্ট সংযোজন কিংবা বিয়োজনের প্রয়োজন হলে সেগুলোও ওই সভায় উপস্থাপন করা হবে। ধারণা করা হচ্ছে- জুলাই নিয়ে নতুন কনটেন্ট পাঠ্যবইয়ে যুক্ত করার বিষয়েও অনুমোদন আসবে।