ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেয়ার পক্ষে অধিকাংশ মার্কিনি

রয়টার্স ও ইপসোসের যৌথ জরিপ

Printed Edition

রয়টার্স

যুক্তরাষ্ট্রের অধিকাংশ নাগরিক মনে করেন, তাদের দেশ ফিলিস্তিনকে একটি স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেয়া উচিত। রয়টার্স ও ইপসোসের যৌথভাবে পরিচালিত ছয়দিনব্যাপী এক জরিপে দেখা গেছে, অংশগ্রহণকারীদের ৫৯ শতাংশ এই স্বীকৃতির পক্ষে, ৩৩ শতাংশ বিপক্ষে এবং অন্যরা অনিশ্চিত বা কোনো মত দেননি। এই জরিপ এমন এক সময়ে প্রকাশিত হয়েছে, যখন গাজা যুদ্ধবিরতির আলোচনার মধ্য দিয়ে মধ্যপ্রাচ্যে রাজনৈতিক সমাধানের সম্ভাবনা নিয়ে আন্তর্জাতিক মহলে তীব্র বিতর্ক চলছে।

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এখনো ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেয়ার বিরোধিতা করছেন, যদিও ইউরোপের একাধিক দেশ ইতোমধ্যে এই স্বীকৃতি দিয়েছে। জরিপে রাজনৈতিক বিভাজন স্পষ্টভাবে ফুটে উঠেছে। ডেমোক্র্যাটদের মধ্যে ৮০ শতাংশ ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেয়ার পক্ষে, যেখানে রিপাবলিকানদের মধ্যে এই সংখ্যা মাত্র ৪১ শতাংশ। রিপাবলিকানদের মধ্যে ৫৩ শতাংশ এই স্বীকৃতির বিরোধিতা করেছেন।

এটি স্পষ্ট করে যে, মার্কিন জনমতের বড় অংশ মধ্যপ্রাচ্যে ন্যায়ভিত্তিক সমাধান এবং ফিলিস্তিনিদের রাষ্ট্রীয় মর্যাদা নিশ্চিত করার পক্ষে অবস্থান নিয়েছে। জরিপটি ২০২৫ সালের অক্টোবরের মাঝামাঝি সময়ে পরিচালিত হয়, যখন যুক্তরাজ্য, কানাডা, ফ্রান্স এবং অস্ট্রেলিয়া ফিলিস্তিনকে আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি দেয়ার ঘোষণা দেয়।