সুনামগঞ্জ-৫ আসনে প্রতিদ্বন্দ্বিতায় পাঁচ প্রার্থী

Printed Edition
সুনামগঞ্জ-৫ আসনে প্রতিদ্বন্দ্বিতায় পাঁচ প্রার্থী
সুনামগঞ্জ-৫ আসনে প্রতিদ্বন্দ্বিতায় পাঁচ প্রার্থী

আমিনুল ইসলাম হিরন ছাতক (সুনামগঞ্জ)

সুনামগঞ্জ-৫ (ছাতক-দোয়ারাবাজার) আসনে প্রতিদ্বন্দ্বিতায় রয়েছেন পাঁচ প্রার্থী। গত ২১ জানুয়ারি জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে তারা প্রতীক বরাদ্দ পেয়েছেন। এই আসনে কোনো স্বতন্ত্র প্রার্থী নেই। পাঁচজনই দলীয় প্রার্থী। গত ব্হৃস্পতিবার থেকে বিরামহীনভাবে তারা প্রচারণায় নেমেছেন।

ছাতক-দোয়ারাবাজার আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রার্থী কলিম উদ্দিন আহমেদ। তিনি ধানের শীষ প্রতীক নিয়ে নির্বাচনে লড়ছেন। কলিম উদ্দিন আহমেদ ছাতক পৌর শহরের বাগবাড়ি গ্রামের বাসিন্দা। তার বাবার নাম হাবিব উল্লাহ। তিনি ছাতক-দোয়ারাবাজার আসন থেকে বিগত সময়ে তিনবার সংসদ সদস্য নির্বাচিত হন।

আবু তাহির মুহাম্মদ আব্দুস সালাম জামায়াতে ইসলামীর প্রার্থী। দলীয় প্রতীক দাঁড়িপাল্লা নিয়ে তিনি লড়বেন। এ আসন থেকে সংসদ সদস্য পদে আরো একবার প্রতিদ্বন্দ্বিতা করেছেন তিনি। তার বাবার নাম মাওলানা আনজব আলী। তিনি উপজেলার দোলারবাজার ইউনিয়নের চানপুর গ্রামের বাসিন্দা।

মোহাম্মদ আব্দুল কাদির খেলাফত মজলিস মনোনীত প্রার্থী। দলীয় প্রতীক দেয়ালঘড়ি নিয়ে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন তিনি। নির্বাচনে তিনি নবাগত প্রার্থী। তার বাবার নাম মোহাম্মদ ইলিয়াছ আলী। গোবিন্দগঞ্জ-সৈদেরগাঁও ইউনিয়নের তকিপুর-ব্রা?হ্মণগাঁও গ্রামের বাসিন্দা তিনি।

মোহাম্মদ জাহাঙ্গীর আলম জাতীয় পার্টি মনোনীত প্রার্থী। দলীয় প্রতীক লাঙ্গল নিয়ে নির্বাচন করবেন তিনি। তার বাবার নাম মোহাম্মদ আব্দুছ ছাত্তার। তিনি ছাতক পৌর সভার রহমতবাগ এলাকার বাসিন্দা।

মো: আজিজুল হক ন্যাশনাল পিপলস পার্টির (এনপিপি) প্রার্থী। নবাগত এই প্রার্থী দলীয় প্রতীক ‘আম’ নিয়ে নির্বাচনী মাঠে প্রতিদ্বন্দ্বিতা করছেন। তার বাবার নাম আলকাছ আলী। দোয়ারাবাজার উপজেলার নরসিংপুর ইউনিয়নের জোয়াইরগাঁও গ্রামের বাসিন্দা তিনি।