আরটি
রাশিয়ার জ্বালানি তেল ক্রয়কে রাজনৈতিক ইস্যুতে পরিণত করে চীনকে চাপে রাখার কৌশল থেকে সরে আসতে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে সতর্ক করেছে বেইজিং। চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, এ ধরনের পদক্ষেপ হলে এর ফলাফল ‘ভালো হবে না’। গত সোমবার এক ব্রিফিংয়ে মন্ত্রণালয়ের মুখপাত্র লিন জিয়ান বলেন, ‘রুশ তেল কেনাকে ইস্যু করে বেইজিংকে চাপ দেয়ার কৌশল ওয়াশিংটনের একতরফা চিন্তাভাবনা, গুন্ডামি এবং অর্থনৈতিক জবরদস্তির আরেকটি উদাহরণ।
চীন রাশিয়ার কাছ থেকে বৈধভাবে তেল কিনছে, যা দুই দেশের অর্থনীতি, বাণিজ্য ও জ্বালানি সহযোগিতার অংশ। জাতীয় স্বার্থের প্রশ্নে চীন কখনও পিছু হটবে না।” রাশিয়া-ইউক্রেন যুদ্ধ শুরু হওয়ার পর যুক্তরাষ্ট্র ও ইউরোপ রুশ জ্বালানি আমদানির ওপর নিষেধাজ্ঞা জারি করে এবং আন্তর্জাতিক বাজারে মূল্যসীমাও নির্ধারণ করে। কিন্তু চীন ও ভারত এই নিষেধাজ্ঞা পাশ কাটিয়ে রুশ তেল ক্রয় অব্যাহত রেখেছে। বর্তমানে এই দুই দেশই রাশিয়ার সবচেয়ে বড় জ্বালানি ক্রেতা।


