প্রতিশ্রুত অর্থ পুরস্কার পেলেন শাটলাররা

ক্রীড়া প্রতিবেদক
Printed Edition
ব্যাডমিন্টন ফেডারেশনের ১ লাখ ৬০ হাজার ও সভাপতির প্রতিশ্রুত ১ হাজার ডলার পুরস্কার পেলেন জুমার, অহিদুল ও উর্মি  :  নয়া দিগন্ত
ব্যাডমিন্টন ফেডারেশনের ১ লাখ ৬০ হাজার ও সভাপতির প্রতিশ্রুত ১ হাজার ডলার পুরস্কার পেলেন জুমার, অহিদুল ও উর্মি : নয়া দিগন্ত

ইউনেক্স-সানরাইজ বাংলাদেশ আন্তর্জাতিক চ্যালেঞ্জের মিশ্র দ্বৈতে প্রথমবার রৌপ্যপদক জিতে ইতিহাস গড়েছিলেন লাল সবুজের দুই শাটলার উর্মি আক্তার ও আল আমিন জুমার। ইতিহাসের সঙ্গী হওয়ায় তাদেরকে এক হাজার মার্কিন ডলার পুরস্কারের ঘোষণা দিয়েছিলেন ব্যাডমিন্টন ফেডারেশনের সভাপতি হাবিব উল্যাহ ডন। গতকাল গুলশান ক্লাবে প্রতিশ্রুত সেই অর্থপুরস্কার দুই শাটলারের হাতে তুলে দেন সভাপতি। এ ছাড়া ডিসেম্বরে টরেন্টোতে অনুষ্ঠিত ইউনেক্স কানাডিয়ান আন্তর্জাতিক চ্যালেঞ্জে পুরুষ দ্বৈতে ব্রোঞ্জজয়ী আল আমিন জুমার ও মোয়াজ্জেম হোসেন অহিদুলকে ৮০ হাজার টাকা করে প্রাইজমানি দেয়া হয়। ফেডারেশনের সাধারন সম্পাদক রাসেল কবির সুমন বলেন, ‘সভাপতি প্রতিশ্রুত অর্থ তুলে দিয়েছেন শাটলারদের হাতে। তবে ইউনেক্স-সানরাইজ বাংলাদেশ আন্তর্জাতিক সিরিজে পুরুষ দ্বৈতে স্বর্ণ (গৌরব+তানভির) ও রুপাজয়ী (নাঈম+মিজান) চার শাটলারকেও অর্থপুরস্কার দেয়া হবে খুব শিগগিরই।’