গণভোট ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ২০২৬ উপলক্ষে গুজব ও অপতথ্য প্রতিরোধে জেলা তথ্য কর্মকর্তাদের আরো সক্রিয়, দায়িত্বশীল ও অগ্রণী ভূমিকা পালনের পরামর্শ দিয়েছেন তথ্য ও সম্প্রচার সচিব মাহবুবা ফারজানা। তিনি বলেন, তৃণমূল পর্যায়ে ভোটারদের সচেতনতা বাড়াতে জেলা তথ্য অফিসগুলো যে ক্লান্তিহীন প্রচার চালাচ্ছে, তা নির্বাচন পর্যন্ত নিরবচ্ছিন্নভাবে অব্যাহত রাখতে হবে।
গতকাল সচিবালয়ে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সভাকক্ষ থেকে জুম প্ল্যাটফর্মে আয়োজিত এক সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। তৃণমূল পর্যায়ে নির্বাচনী প্রচার কার্যক্রমের দিকনির্দেশনা প্রদানের লক্ষ্যে দেশের ৬৪টি জেলা ও চারটি উপজেলার তথ্য কর্মকর্তাদের নিয়ে এ সভা অনুষ্ঠিত হয়।
তথ্য সচিব বলেন, নির্বাচনকে কেন্দ্র করে গুজব ও অপতথ্য ছড়ানো বর্তমান সময়ের বড় চ্যালেঞ্জ। নির্বাচন যত ঘনিয়ে আসবে, এই প্রবণতা আরো বাড়ার আশঙ্কা রয়েছে। এ বিষয়ে সজাগ থেকে যেকোনো গুজব নজরে আসামাত্রই জেলা ও উপজেলা প্রশাসনের সাথে যোগাযোগ করে তাৎক্ষণিক প্রতিকারের ব্যবস্থা নিতে হবে। প্রয়োজনে মন্ত্রণালয়ের ‘নির্বাচন সেল’-এর সাথে সমন্বয় করে কাজ করার নির্দেশনা দেন তিনি।
প্রচার কার্যক্রমের কৌশল উল্লেখ করে সচিব বলেন, তৃণমূল পর্যায়ে সাধারণ মানুষের কাছে বার্তা পৌঁছাতে ‘উঠান বৈঠক’, বাড়ি বাড়ি গিয়ে ‘ভোটালাপ’ এবং ‘টেন মিনিটস ব্রিফ’- এই তিনটি কার্যক্রম অত্যন্ত কার্যকর। প্রচার কার্যক্রম আরো সুসংগঠিত করার ওপর গুরুত্বারোপ করে তিনি ঘোষণা করেন যে, মাঠপর্যায়ে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ ১০ জন কর্মকর্তাকে পুরস্কৃত করা হবে।
গণযোগাযোগ অধিদফতরের মহাপরিচালক মো: আবদুল জলিলের সভাপতিত্বে সভায় অধিদফতরটির গৃহীত বিভিন্ন উদ্ভাবনী প্রচার কার্যক্রম তুলে ধরা হয়। তিনি জানান, ভোটারদের সচেতন করতে ইতোমধ্যে ‘ভোটের রিকশা’, সড়ক প্রচার, চলচ্চিত্র প্রদর্শনী, সঙ্গীতানুষ্ঠান ও মাইকিংসহ বিভিন্ন কর্মসূচি জনমনে ব্যাপক সাড়া ফেলেছে। পাশাপাশি রাজনৈতিক দল ও প্রার্থীদের নির্বাচনী আচরণবিধি মেনে চলতে মোটিভেশনাল কার্যক্রমও পরিচালনা করা হচ্ছে।
সভায় অন্যদের মধ্যে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (গ্রেড-১) মো: ইয়াসিন, যুগ্ম সচিব মাহফুজা আখতার ও রিয়াসাত আল ওয়াসিফ, গণযোগাযোগ অধিদফতরের পরিচালক মীর মোহাম্মদ আসলাম উদ্দিনসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা অংশগ্রহণ করেন। তথ্য বিবরণী।



