শাকিব খানের ‘সোলজার’-এর শুটিং শুরু ৫ অক্টোবর

Printed Edition
শাকিব খানের ‘সোলজার’-এর শুটিং শুরু ৫ অক্টোবর
শাকিব খানের ‘সোলজার’-এর শুটিং শুরু ৫ অক্টোবর

বিনোদন প্রতিবেদক

ঢাকাই সিনেমার শীর্ষ নায়ক শাকিব খান এবার ফিরছেন নতুন সিনেমা ‘সোলজার’ নিয়ে। ঈদুল আজহায় মুক্তিপ্রাপ্ত ‘তাণ্ডব’-এর পর নতুন কোনো সিনেমার শুটিংয়ে অংশ নেননি তিনি। দীর্ঘ দুই মাস যুক্তরাষ্ট্রে অবস্থান শেষে সম্প্রতি দেশে ফিরে আসেন এই তারকা। দেশে ফিরে তিনি সরাসরি ব্যস্ত হচ্ছেন নতুন সিনেমার কাজ নিয়ে। আগামী ৫ অক্টোবর থেকে শুরু হচ্ছে সোলজারের শুটিং।

সিনেমাটি পরিচালনা করছেন সাকিব ফাহাদ। দেশপ্রেম, মানবিক আবেগ ও অ্যাকশন- এই তিনটি উপাদানকে কেন্দ্র করে নির্মিত হচ্ছে সোলজার। জানা গেছে, সিনেমার গল্প সত্য ঘটনার অনুপ্রেরণায় লেখা হলেও কাহিনীতে কিছু নাটকীয়তা যোগ করা হয়েছে।

এ সিনেমায় শাকিব খানের সাথে অভিনয় করবেন তানজিন তিশা, ঐশী ও এবিএম সুমনসহ আরো অনেকে। শুধু বাংলাদেশেই নয়, সিনেমাটির শুটিং হবে থাইল্যান্ডের বিভিন্ন লোকেশনেও। সোলজার ছাড়াও শাকিব খান চুক্তিবদ্ধ হয়েছেন আরেকটি বড় বাজেটের সিনেমা ‘প্রিন্স’-এ। আন্ডারওয়ার্ল্ডের গল্পনির্ভর এই সিনেমাটিতে শাকিব খানের বিপরীতে থাকছেন তিন জন নায়িকা। সিনেমাটি পরিচালনা করছেন আবু হায়াত মাহমুদ। প্রযোজক হিসেবে থাকছেন শিরিন সুলতানা এবং প্রযোজনা সংস্থা ক্রিয়েটিভ ল্যান্ড।

সোলজার ও প্রিন্স দু’টি সিনেমাই শাকিব খানের ক্যারিয়ারে ভিন্নধর্মী সংযোজন হিসেবে দেখা হচ্ছে। ভক্ত-দর্শকের প্রত্যাশা, এই দু’টি সিনেমা তার সুদীর্ঘ ক্যারিয়ারে নতুন মাত্রা যোগ করবে।