দাগনভূঞা (ফেনী) সংবাদদাতা
ফেনীর দাগনভূঞা উপজেলায় অজ্ঞাত দুর্বৃত্তদের ছোড়া বিষে পুকুরভর্তি মাছ মারা যাওয়ায় সর্বস্বান্ত হয়েছেন স্থানীয় মাছচাষি গোপাল চন্দ্র দাস। মঙ্গলবার সকালে তিনি তার পুকুরে গিয়ে দেখেন, সব মাছ মরে পানিতে ভেসে উঠেছে। এতে প্রায় ১০ লক্ষাধিক টাকার ক্ষতির আশঙ্কা করছেন তিনি। ঘটনাটি ঘটেছে দাগনভূঞা উপজেলার সদর ইউনিয়নের দক্ষিণ করিমপুর তালতলী বাজারসংলগ্ন পাইক বাড়ি এলাকায়।
স্থানীয়রা জানান, সোমবার গভীর রাতে অজ্ঞাত দুর্বৃত্তরা পুকুরে বিষ প্রয়োগ করে। পুকুরটিতে কাতলা, রুই, মৃগেল, তেলাপিয়া প্রভৃতি বিভিন্ন জাতের মাছের চাষ করছিলেন গোপাল চন্দ্র দাস। মাছগুলো বাজারে বিক্রির উপযোগী হয়ে উঠেছিল। গোপাল চন্দ্র দাস জানান, সোমবার বিকেলে মাছগুলোকে খাবার দিয়ে গিয়েছিলাম। তখন সব মাছ সুস্থ ছিল। সকালে এসে দেখি সব মাছ মরে পানিতে ভাসছে। কারা এ কাজ করেছে, বুঝতে পারছি না। কারো সাথে আমার কোনো শত্রুতা নেই
স্থানীয় বাসিন্দা আবদুল করিম বলেন, গোপাল চন্দ্র দাস একজন সৎ মানুষ। তিনি আগে নোয়াখালীর চর পার্বতী ইউনিয়নের চৌধুরী হাটবাজারে মাছের ব্যবসা করতেন। এই ক্ষতি তিনি কিভাবে সামলাবেন, বুঝতে পারছি না। সব মাছ পচে গেছে, বিক্রিরও অনুপযোগী। এ বিষয়ে দাগনভূঞা থানার ওসি ওয়াহিদ পারভেজ জানান, ঘটনাটি সম্পর্কে কেউ এখনো থানায় অভিযোগ করেননি। অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।



