আগামী বছরের ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচনের টার্গেট করে প্রস্তুতি নিতে আইন শৃঙ্খলারক্ষাকারী বাহিনীকে নির্দেশ দিয়েছে সরকার। এ জন্য সন্ত্রাস ও অস্ত্রের বিরুদ্ধে দুই দফা অভিযান পরিচালনা করা হবে। লুট হওয়া এবং অবৈধ অস্ত্র উদ্ধারে পুরস্কারের ঘোষণার সিদ্ধান্ত নেয়া হয়। গতকাল সোমবার আইনশৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটির সভায় এই সিদ্ধান্ত নেয়া হয়। সংশ্লিষ্ট সূত্র এই তথ্য নিশ্চিত করেছে।
আগামী জাতীয় নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণ করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর গুরুত্বপূর্ণ ভূমিকা উল্লেখ করে গৃহায়ন ও গণপূর্ত উপদেষ্টা আদিলুর রহমান খান বলেন, আগামী ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে এমন টার্গেট নিয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে কাজ করতে হবে। আপনারা ধরে নিবেন নির্বাচনে ব্যাপক সংঘর্ষ হবে। সেটি কিভাবে মোকাবেলা করবেন সেই প্রস্তুতি আপনার নিতে হবে।
সভায় আইজিপি বাহারুল আলম বলেন, বর্তমানে আইনশৃঙ্খলার ইন্ডিকেটরগুলো ভালো রয়েছে। তবে ডাকাতি কিছুটা বেড়েছে। সেটি রোধ করতে পুলিশ কাজ করে যাচ্ছে। শিগগিরই এটি নিয়ন্ত্রণে আসবে বলে উল্লেখ করেন তিনি।
সভায় প্রধান উপদেষ্টার কার্যালয়ের একজন উপদেষ্টা বলেন, ধর্ষণের ঘটনা আমরা সঠিকভাবে অ্যাড্রেস করতে পারছি না। গণমাধ্যমগুলোতেও সঠিকভাবে সংবাদ পাওয়া যাচ্ছে না। তিনি নারায়ণগঞ্জের একটি শিশু ধর্ষণের ঘটনা উল্লেখ করে বলেন, এই খবরটি আমি ভিন্ন একটি মাধ্যম থেকে জেনেছি। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বা গণমাধ্যমে বিষয়টি সঠিকভাবে অ্যাড্রেস করেনি।
মালয়েশিয়ায় অবস্থানরত বাংলাদেশী নাগরিকদের ওপর মালেশিয়ান সরকার কর্তৃক আইনের আওতায় আনা সংক্রান্ত আলোচনায় পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতিনিধি জানান, আটকৃতদের মধ্যে পাঁচজন বাংলাদেশী বলে নিশ্চিত হওয়া গেছে। এর মধ্যে একজন ইন্দোনেশিয়ার নাগরিক। বাকি ৩০ নাগরিকের ব্যাপারে যাচাই-বাছাই করা হচ্ছে বলে উল্লেখ করেন।
মব সৃষ্টিকারীদের বিরুদ্ধে ব্যবস্থাগ্রহণ সংক্রান্ত আলোচনায় স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, অপরাধীদের বিচার নিশ্চিত না করার মব সৃষ্টি হচ্ছে। আমরা অপরাধীদের গ্রেফতার করতে পারছি না। তারা ফেসবুকে উসকানিমূলক বিভিন্ন পোস্ট দিচ্ছে। তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারলে মব সৃষ্টি হতো না।
লুট হওয়া অবৈধ অস্ত্র/সীমান্ত দিয়ে অস্ত্রের অবৈধ চোরাচালান রোধে ব্যবস্থা সংক্রান্ত আলোচনায় বলা হয়, অবৈধ অস্ত্র উদ্ধারে তথ্য দিতে নাগরিকদের উৎসাহিত করতে হবে। এজন্য র্যাব এবং বিজিবির পক্ষ থেকে তথ্যদাতাদের নগদ পুরস্কার দেয়া যেতে পারে।
সভা শেষে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব:) মো: জাহাঙ্গীর আলম চৌধুরী সাংবাদিকদের জানান, জুলাই আন্দোলনের বিভিন্ন অনুষ্ঠানকে কেন্দ্র করে কোনো ধরনের সন্ত্রাসী হুমকি নেই। তিনি বলেন, জুলাইয়ে সরকার, বিভিন্ন দল ও সংগঠনের অনুষ্ঠান থাকবে। সেসব অনুষ্ঠান যাতে নির্বিঘেœ হতে পারে সেসব বিষয়ে আলোচনা হয়েছে। তিনি বলেন, আজ আইনশৃঙ্খলার ওপর বিশেষ মিটিং হয়েছে। পয়লা জুলাই থেকে ৫ আগস্ট পর্যন্ত বিভিন্ন অনুষ্ঠানের বিষয় নিয়ে আলোচনা হয়েছে। এ সময়ে বিভিন্ন পার্টির সামাজিক সংগঠনের অনেক অনুষ্ঠান থাকবে। এসব অনুষ্ঠান কিভাবে নির্বিঘেœ হতে পারে, সে বিষয়ে আমরা আলোচনা করেছি। অনুষ্ঠানগুলো পুরো বাংলাদেশে হবে। এসব অনুষ্ঠান ঘিরে কোনো ধরনের হুমকি এখনো নেই।
উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার ব্যাগে বিমানবন্দরে অস্ত্রের ম্যাগজিন পাওয়ার বিষয়ে জানতে চাইলে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, এটা ভুলে ব্যাগে ছিল। এটা একটা ভুল। কেউ জেনেশুনে এটা করবে না।
তিনি বলেন, একটি পিস্তলের খালি একটি ম্যাগজিন ছিল। সেটি ভুলে রয়ে গিয়েছিল। এটা আসলে ভুলেই হয়েছে। অনেক সময় এমন হয় যে আপনি একটা চশমা নিয়ে যাবেন কিন্তু চশমা না নিয়ে মোবাইল নিয়ে রওনা হয়ে গেছেন। এটা জাস্ট একটা ভুল। উনি যদি আগে জানতে পারতেন তাহলে কোনো অবস্থাতেই এটা নিতেন না। বৈধ লাইসেন্স পেতে বয়স ত্রিশ বছর হওয়া লাগে। কিন্তু উপদেষ্টা আসিফ মাহমুদের বয়স ত্রিশ হয়নি। তাহলে উনি এটা কিভাবে পেলেন? এমন প্রশ্নের উত্তরে তিনি বলেন, আমি যেহেতু ওই আইনটা দেখিনি, সেহেতু এ বিষয়ে আমি কিছু বলতে পারব না।
কুমিল্লার মুরাদনগরের ঘটনায় আইনশৃঙ্খলা বাহিনীর ব্যর্থতা আছে কি না জানতে চাইলে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, এ ঘটনায় আইনশৃঙ্খলা বাহিনী যথাযথ ব্যবস্থা নিয়েছে। যে ব্যক্তি অপরাধ করেছে তাকে এরই মধ্যে আইনের আওতায় নিয়ে আসা হয়েছে। যারা ভিডিও করেছে তাদেরও আইনের আওতায় আনা হয়েছে। পটুয়াখালীর ঘটনাতেও আইনশৃঙ্খলা বাহিনীর কোনো ব্যর্থতা নেই।