মুক্তিপণে ৮ দিন পর মুক্ত ৩ জেলে

Printed Edition
মুক্তিপণে ৮ দিন পর মুক্ত ৩ জেলে
মুক্তিপণে ৮ দিন পর মুক্ত ৩ জেলে

পাথরঘাটা (বরগুনা) সংবাদদাতা

বরগুনার পাথরঘাটা থেকে সুন্দরবনের শেলা এলাকা থেকে অপহৃত তিন জেলেকে আট দিন পর মুক্তিপণের বিনিময়ে ছেড়ে দিয়েছে জলদস্যুরা। শনিবার দুপুরে বলেশ্বর নদীসংলগ্ন পাথরঘাটার পদ্মা স্লুইস বাজারে অন্য একটি ট্রলারের জেলেরা তাদের নামিয়ে দেন।

মুক্ত জেলেরা হলেন বাগেরহাটের রামপাল উপজেলার কচি মোল্লা (৪৫), খিরোদ মৃধা (২৮) ও আব্দুস সালাম শেখ। তারা জানান, শুঁটকি মৌসুমে পাঁচ মাসের চুক্তিতে নুরুল ইসলামের মালিকানাধীন একটি ট্রলারে কাজ করতে গিয়ে ১৭ জানুয়ারি জলদস্যুদের হাতে অপহৃত হন। দীর্ঘ আট দিন তাদের জিম্মি করে রাখা হয়।

জেলেরা জানান, পরে ট্রলার মালিকের সাথে সমঝোতার মাধ্যমে মুক্তিপণের বিনিময়ে তাদের ছেড়ে দেয়া হয়। তবে মুক্তিপণের অঙ্ক জানাতে পারেননি তারা। বরগুনা জেলা মৎস্যজীবী ট্রলার মালিক সমিতির সভাপতি গোলাম মোস্তফা চৌধুরী বলেন, মুক্ত জেলেরা প্রথমে উপজেলা প্রশাসনের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেছিলেন। পরে তাদের নিরাপদে নিজ নিজ বাড়িতে পাঠানো হয়েছে। সুন্দরবনে জলদস্যুদের দৌরাত্ম্যে জেলেদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন স্থানীয় ট্রলার মালিক ও জেলেরা।