দীর্ঘদিন ধরে বিনোদনপাড়ায় কান পাতলেই শোনা যেত উপস্থাপক রাফসান সাবাব ও কণ্ঠশিল্পী জেফার রহমানের ‘বন্ধুত্ব ও প্রেম’ নিয়ে নানা গুঞ্জন। তবে সেই গুঞ্জনকে এতদিন কেবল ‘কানাঘুষা’ বলেই উড়িয়ে দিয়েছিলেন এই দুই তারকা। অবশেষে সব জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে ১৪ জানুয়ারি জীবনের নতুন এক অধ্যায় শুরু করলেন তারা। ঢাকার অদূরে আমিন বাজারের একটি রিসোর্টে দুই পরিবারের সদস্য ও ঘনিষ্ঠ বন্ধুদের উপস্থিতিতে তাদের বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়।
যদিও বুধবার এই তারকা জুটির বিয়ের ছবি ও ভিডিও প্রকাশ্যে এসেছে। তবে জানা গেছে, তাদের মূল বিয়েটি সম্পন্ন হয়েছে আরো চার দিন আগে। গত ১০ জানুয়ারি জেফারের বনশ্রীর বাসায় দুই পরিবারের উপস্থিতিতে ঘরোয়াভাবে তাদের নিকাহ সম্পন্ন হয়। বুধবার মূলত বন্ধু-বান্ধব ও সহকর্মীদের নিয়ে বিবাহোত্তর অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। এই আয়োজনে শোবিজ অঙ্গনের একঝাঁক তারকা উপস্থিত ছিলেন। মেহজাবীন চৌধুরী, আদনান আল রাজীব, সাবিলা নূর, তাসনিয়া ফারিন, প্রীতম হাসান, আয়মান সাদিক ও মুনজেরিন শহীদসহ আরো অনেকে নবদম্পতিকে শুভেচ্ছা জানাতে হাজির হন। বিয়ের খবরটি আনুষ্ঠানিকভাবে জানিয়ে রাফসান ও জেফার যৌথ বিবৃতিতে লেখেন, ‘বন্ধু, পরিবার ও প্রিয়জনদের ভালোবাসা নিয়ে আমরা জীবনের নতুন পথে যাত্রা শুরু করেছি। আপনাদের দোয়া ও আশীর্বাদ কামনা করছি। আজ থেকে একসাথে আমাদের একটি সুন্দর নতুন অধ্যায় শুরু হলো।’ শেয়ার করা একটি ভিডিওতে নিজেদের অনুভূতি জানাতে গিয়ে রাফসান বলেন, জেফারকে জীবনসঙ্গী হিসেবে পেয়ে তিনি এখন ‘পরিপূর্ণ’। অতীতের অস্থির দিনগুলোর কথা উল্লেখ করে তিনি জানান, বর্তমানে তিনি অত্যন্ত শান্ত এবং শান্তিতে আছেন। ভিডিওতে সাদা পোশাকে দুই তারকার দারুণ রসায়ন এবং পরিবারের সাথে তাদের আবেগঘন মুহূর্তগুলো ফুটে উঠেছে।
রাফসান ও জেফারের এই পরিণয় হুট করে আসা কোনো বিষয় নয়। গত দুই বছর ধরে তাদের প্রেম নিয়ে গুঞ্জন ভেসে বেড়িয়েছে বিনোদন অঙ্গনে। গত বছরের মাঝামাঝি থাইল্যান্ডে একসাথে ভ্রমণের সময় তোলা তাদের কিছু ছবি অন্তর্জালে ছড়িয়ে পড়লে কানাঘুষা তুঙ্গে ওঠে। তবে বরাবরই নিজেদের ‘ভালো বন্ধু’ ও সহকর্মী হিসেবে পরিচয় দিয়ে এসেছেন তারা। জেফার একবার সংবাদমাধ্যমে বলেছিলেন, পাবলিক কমেন্ট কিংবা সোশ্যাল মিডিয়ার মন্তব্যের ওপর ভিত্তি করে প্রেমের গল্প বানানো ঠিক নয়। অন্যদিকে রাফসানও তার ব্যক্তিগত বিষয়গুলো জনসমক্ষে আনতে অনীহা প্রকাশ করেছিলেন। অবশেষে সব লুকোছাপার অবসান ঘটিয়ে সেই দীর্ঘদিনের প্রেমই পরিণয় পেল।
এটি জেফারের প্রথম বিয়ে হলেও রাফসান সাবাবের দ্বিতীয় বিয়ে। উপস্থাপক হিসেবে রাফসান সাবাব নিয়মিত স্টেজ শো ও বিভিন্ন আয়োজনের সাথে যুক্ত। বিশেষ করে তার উপস্থাপনায় ‘হোয়াট অ্যা শো’ ব্যাপক পরিচিতি পেয়েছে। এর আগে চিকিৎসক সানিয়া সুলতানা এশার সাথে তিন বছরের সংসার ছিল রাফসানের। ২০২৩ সালের শেষের দিকে সেই বিচ্ছেদের খবর প্রকাশের পর থেকেই জেফারের সাথে তার সম্পর্কের বিষয়টি নতুন করে আলোচনায় আসে। তখন ১৫ মিনিটের এক ভিডিও বার্তায় রাফসান জানিয়েছিলেন, বিচ্ছেদের সিদ্ধান্তটি হুট করে নয় বরং দেড় বছরের দীর্ঘ প্রক্রিয়ার ফল ছিল।
অন্যদিকে কনে জেফার রহমান একজন জনপ্রিয় কণ্ঠশিল্পী হিসেবে সুপরিচিত। তার গাওয়া ‘ঝুমকা’, ‘লিচুর বাগানে’, ‘নিয়ে যাবে কি’ গানগুলো ব্যাপক শ্রোতাপ্রিয়তা পেয়েছে। গানের পাশাপাশি অভিনয়েও নাম লিখিয়েছেন তিনি। নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকীর ‘মনোগামী’ সিনেমায় অভিনয়ের জন্য প্রশংসাও কুড়িয়েছেন জেফার। দীর্ঘদিনের লুকোছাপা আর সব জল্পনা সত্যি করে এখন তারা নবদম্পতি হিসেবে নতুন জীবন শুরু করলেন। সামাজিক যোগাযোগমাধ্যমে ভক্ত সহকর্মী ও শুভানুধ্যায়ীরা এই জুটির নতুন পথচলার প্রতি ভালোবাসা ও শুভকামনা জানাচ্ছেন।



