ফরিদপুর প্রতিনিধি ও চরভদ্রাসন সংবাদদাতা
ফরিদপুর-৪ (ভাঙ্গা-সদরপুর-চরভদ্রাসন) আসনে মনোনয়নপত্র যাচাই-বাছাইকালে পাঁচজনের মনোনয়ন বাতিল করা হয়েছে। গতকাল শনিবার দুপুরে ফরিদপুর জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে যাচাই-বাছাই কার্যক্রমকালে প্রার্থীরা উপস্থিত ছিলেন।
এ আসনে এবার সবমিলে ১০ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছিলেন। এদের মধ্যে বিএনপির শহিদুল ইসলাম বাবুল, জামায়াতে ইসলামীর মো: সরোয়ার হোসাইন, ইসলামী আন্দোলনের মো: ইসহাক চোকদার, জাতীয় পার্টির রায়হান জামিল, কমিউনিস্ট পার্টির আতাউর রহমানের মনোনয়নপত্র বৈধ বলে ঘোষণা করা হয়।
এ ছাড়া নির্দিষ্ট এক শতাংশ ভোটারের স্বাক্ষরসহ আরো কয়েকটি কারণে বাতিল হয় গণ অধিকার পরিষদের মো: তাসলিম মাতুব্বর, খেলাফত মজলিসের মিজানুর রহমান, স্বতন্ত্র মজিবুর হোসাইন, স্বতন্ত্র এ এ এম মুজাহিদ বেগ ও স্বতন্ত্র আব্দুল কাদের মিয়ার মনোনয়নপত্র।
জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা মো: কামরুল হাসান মোল্লার সভাপতিত্বে মনোনয়নপত্র যাচাই-বাছাই কার্যক্রমকালে অতিরিক্ত জেলা প্রশাসক মো: সোহরাব হোসেন, অতিরিক্ত জেলা প্রশাসক রামানন্দ পাল, অতিরিক্ত জেলা প্রশাসক মিন্টু বিশ্বাস ও জেলা নির্বাচন কর্মকর্তা তারেক আহমেদ উপস্থিত ছিলেন।



