আলজাজিরা
তানজানিয়ার প্রেসিডেন্ট সামিয়া সুলুহু হাসান দেশটির সাম্প্রতিক নির্বাচনে বিপুল ভোটে বিজয়ী হয়েছেন। সরকারি ফলাফলে দেখা গেছে, তিনি মোট ভোটের ৯৭.৬৬ শতাংশ পেয়ে পুনরায় প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন। তবে এই নির্বাচন ঘিরে দেশজুড়ে ব্যাপক বিতর্ক, সহিংসতা এবং বিরোধী দলের দমন-পীড়নের অভিযোগ উঠেছে।
নির্বাচনের আগে এবং পরে বিরোধী দল চাডেমা অভিযোগ করে যে, তাদের বহু নেতা ও কর্মীকে গ্রেফতার করা হয়েছে এবং অনেককে নির্বাচনে অংশগ্রহণ করতে দেওয়া হয়নি। তারা দাবি করেছে, নিরাপত্তা বাহিনীর হাতে শত শত মানুষ নিহত হয়েছে, বিশেষ করে রাজধানী দার এস সালাম এবং আরুশা শহরে বিক্ষোভ চলাকালে। আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলোও এই সহিংসতার নিন্দা জানিয়েছে এবং স্বচ্ছ নির্বাচনী প্রক্রিয়া নিশ্চিত করার আহ্বান জানিয়েছে।



